আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকাসহ ৭টি বিভাগীয় শহরে অলিম্পিক ডে উদ্যাপন করা হয়। পূর্বাপর অলিম্পিক ডে-এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লেটস মুভ। সবাইকে শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকান্ডে সম্পৃক্ত হবার আহ্বান জানানোই এই স্স্নোগানের মূল উদ্দেশ্য। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনাড়ম্বর পরিবেশে অলিম্পিক ডের্ যালির শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান ও বিওএ'র সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিওএ'র সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পতাকা উত্তোলন করেন বিওএ'র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং বিওএ'র পতাকা উত্তোলন করেন অলিম্পিক ডে সাংগঠনিক কমিটির আহ্বায়ক এবং বিওএ'র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। বিওএ'র সভাপতি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং বেলুন উড়িয়ে অলিম্পিক ডে'র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। অলিম্পিক ডে উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্যর্ যালিটি বাংলাদেশ শিশু একাডেমি হতে আরম্ভ হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও-বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেট হয়ে শেখ রাসেল রোলার স্কেটিং কমপেস্নক্সে
\হএসে শেষ হয়।