সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশিক্ষণ কর্মশালা ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে কর্মরত-কর্মকর্তাদের অংশগ্রহণে হুন্ডি ও বিদেশে অর্থপাচার এবং সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় হোটেল শাহিদ প্যালেস কনফারেন্স লাউঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মি. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংকের ইভিপি মি. আশাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের পরিচালক মি. ইমতিয়াজ আহমেদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের অতিরিক্ত পরিচালক এবং কম্বাইন্ড এন্ট্রি মানি লন্ডারিং ইউনিটের পরিচালক মি. সাজ্জাদ হোসেন। কমিটি গঠন ম জয়পুরহাট প্রতিনিধি আদিবাসীদের সংগঠন বাংলাদেশ ক্ষুদ্র নৃ- গোষ্ঠী পরিষদ জয়পুরহাট জেলা শাখার সম্মেলন জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উজ্জল মিনজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আদিবাসী সংগঠক শ্রীমতি ভারতী রানী তির্কী। এ সময় বক্তব্য রাখেন স্বপন পাহান, সুবল চন্দ্রসহ অনেকেই। সম্মেলন শেষে উজ্জল মিনজীকে সভাপতি ও স্বপন পাহানকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট জয়পুরহাট জেলা কমিটি গঠন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ার কুতুপাল উচ্চ বিদ্যালয়ে রোহিঙ্গা সংকট সমাধান ও উত্তরণে আমাদের করণীয় শীর্ষক শিক্ষার্থীদের নিয়ে বক্তব্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সামাজিক সংযোগ বৃদ্ধিকরণ প্রকল্প কর্মসূচির আওতায় কুতুপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মন্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সুশাসনের জন্য নাগরিক সুজনের উখিয়া সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ শিকদার ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রীতা রানী দে। ত্রাণ বিতরণ ম মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের মধ্যনগর  উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা। শুক্রবার উপজেলার মধ্যনগর সদর ও  বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার  ত্রাণ বিতরণের সময় ছিলেন স্থানীয় সাংবাদিক ও  ইউপি সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪টি ইউনিয়নের  ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দোকানে আগুন ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিপ্রবোয়ালিয়া বাজারে। জানা যায়, ওই বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের দোকান বন্ধ করে নিজ নিজ বাড়ি চলে যান। গভীর রাতে অগ্নিকান্ডের সৃষ্টি হলে মুদি ব্যবসায়ী সাহাদুল ইসলাম, কীটনাশক ও বীজ ব্যবসায়ী ছাইফুল ইসলাম ও সিটকাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফার দোকানঘর মালামালসহ পুড়ে যায়। ট্যাব বিতরণ ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি আমার চোখে বঙ্গবন্ধু ১ মিনিটের ডকুমেন্টারি তৈরি করতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার পরিসংখ্যান দপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ' ৩৪ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী ওই ট্যাব বিতরণের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. কামরুজ্জামান। সংবর্ধনা প্রদান ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সোমনাথ সাহাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। শনিবার উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় লাল গোলাপ হাতে তুলে দিয়ে উপস্থিত সব মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যানকে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মো. রহিমুদ্দিন, ফজলুল হক খান পাঠান প্রমুখ। চারা বিতরণ ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগের পস্নাটিনাম জয়ন্তী উপলক্ষে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে ওই কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাঈম তালুকদার বিপস্নব, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিকদার মানিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। এ সময় ছিলেন জেলা, শহর, সদর উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিশুখাদ্য বিতরণ ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে অসহায় ৬শ' পরিবারের মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার ঝিনাইদহ পৌরসভা চত্বরে এ শিশুখাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল। এ সময় ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, সচিব মোস্তাক আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা। পরে দিনভর শহরের বিভিন্ন এলাকার ৬শ' শিশুর জন্য উন্নতমানের শিশুখাদ্য বিতরণ করা হয়। আয়োজকরা জানায়, ১ দিন থেকে ২ বছর বয়সি শিশুদের পুষ্টিহীনতা দূর ও শিশুদের খাবার হিসেবে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়। সুরক্ষা কর্মসূচি উদ্বোধন ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থনীতি ইউনিটের আওতায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) উপকার ভোগী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনূর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার, থানা অফিসার ইনচার্জ মো. আহসান উলস্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম লোপা। আলোচনা সভা ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের শোভারামপুর অ্যাডভোকেট শাহ আলমের বাসভবনে গত শুক্রবার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি অ্যডাভোকেট শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, বিএনপি নেতা সোহরাফ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য ও যুবদলের সভাপতি প্রার্থী জুলফিকার আহম্মেদ মারভিন, জিয়া সংসদের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কাউছার মিয়া। \হমতবিনিময় সভা ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় বিশুদ্ধ পানি, প্রাণ ও প্রকৃতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লবণপানি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন'র আয়োজনে পাইকগাছা সরকারি কলেজ চত্বরে উপজেলা আহ্বায়ক অহেদুজ্জামান মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি রশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরন সাধু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা মন্ডল। সদস্য সচিব উদয় শংকর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। গো-খাদ্য বিতরণ ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলায় মৌসুমি বন্যার আগাম কার্যক্রমের আওতায় গো-খাদ্য ও সাইলো ড্রাম বিতরণ করা হয়েছে। শনিবার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার হলদিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৮০ প্রান্তিক খামারি পরিবারের মধ্যে ওই সব গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. রেবা বেগম, হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রধান জুলফিকার আলী মন্ডল, এনডিপি'র প্রতিনিধি এসএম সিরাজুল ইসলাম, এফএও প্রতিনিধি বাবুল সরকার সহ আরও অনেকেই। দোয়া মাহফিল ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেন বণিক সমিতির আওতাভুক্ত মোহাম্মদীয়া পস্নাজা ও রিজোয়ান কমপেস্নক্সে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সাতকানিয়া উপজেলার বাসিন্দা ইসমাইল হোসেন ইকবাল, মো. শাহাদত হোসেন ও মো. রিদুয়ানের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুবপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে রিয়াজউদ্দীন বাজারের তামাকুমন্ডি লেন বণিক সমিতি সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় ও সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এমএ মোতালেব সিআইপি। আর্থিক সহায়তা ম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ। বৃহস্পতিবার নবলোকের শরণখোলা শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পিকেএসএফের শাখা ব্যবস্থাপক মো. কামরুল হাসান প্রধান অতিথি থেকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বেলায়েত হোসেন ও আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা করে এবং অপর দুজনকে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়। এ সময় ছিলেন জাইকা টিমের সমন্বয়কারী মো. বিলস্নাল হোসেন, নবলোকের পার্থ রায় চৌধুরী প্রমুখ। সিসিটিভি ক্যামেরা স্থাপন ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এলাকা হাটগোপালপুর বাজারের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার আজিম উল আহসান। উদ্বোধন উপলক্ষে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিনের সভাপতিত্বে আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। ফুটবল টুর্নামেন্ট ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ হাফিজউদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপস্নব। শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দশমবারের মতো অনুষ্ঠিত হলো 'আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি- ২০২৪'। শনিবার উপজেলার স্বাধীনতা হলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো. কামরুল হোসেন মোলস্না-হাইকোর্ট বিভাগ। স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর স্ত্রী পুষ্প চক্রবর্তীদর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম (সেবা) এবং ব্রাহ্মণবাড়িয়ার ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক- ২ মো. শহীদুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচি ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি 'গাছ কথা বলুক মানুষের পক্ষে' এ সেস্নাগানকে সামনে রেখে বাজিতপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আশার আলোর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এ কর্মসূচি সংগঠনের আহ্বায়ক, সাহিত্যিক ও সমাজসেবক মিয়া মোহাম্মদ সুমন, আনসার বিডিপি দলনেতা এ সংগঠনের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এম আর রাজিব, ফাইজুর রশিদ ডলার, এ সময় বাজিতপুর পৌর শহরের মিরারবন্ধ, গাজিরচর সড়ক, কৈলাগ ইউনিয়নের পিউরী সড়কে শতাধিক বৃক্ষরোপণ করেন। গণ-সংবর্ধনা ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে গাছা থানা থেকে নির্বাচিত কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য ও উপদেষ্টাসহ কমিটির সব সদস্যদের পলাসোনা গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশার পলাসোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গাজীপুর সিটি ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন মোলস্নার সভাপতিত্বে এবং পলাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দিক মাস্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুলস্নাহ আল মামুন মন্ডল। চারা রোপণ ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীর একমাত্র বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধার উদ্যোগে শিউলি, জবা, রাধাচুরা, চেরি, পলাশ, গন্ধরাজ, কৃষ্ণচুরাসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফুলের চারা রোপণ করা হয়েছে। একইসঙ্গে বধ্যভূমির সৌন্দর্যবর্ধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ নানা ধরনের বাহারি গাছের চারাও রোপণ করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে এ ফুলের চারা রোপণ কাজের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন। এ সময় ছিলেন সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মো. আবু তালেব শেখের নেতৃত্বে ২০-২৫ জন বীর মুক্তিযোদ্ধা।