কোটা বহাল রাখার দাবি বীর মুক্তিযোদ্ধাদের
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, যশোর
সরকারি চাকরিতে নিয়োগে কোটা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন যশোরের মুক্তিযোদ্ধারা। যশোর জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের ব্যানারে শনিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুজিব বাহিনীর বৃহত্তর যশোর জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম। সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননা ও সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, 'সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেডে (১ম ও ২য় শ্রেণি) কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই আন্দোলনের মাধ্যমে তারা জনদুর্ভোগ সৃষ্টি করছে।
তিনি উলেস্নখ করেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ তৃতীয় বিশ্বের দেশে দেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রচলিত ছিল এবং আছে। দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অবদান রাখা শহীদ, মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার, অনুন্নত ও সুবিধাবঞ্চিত জেলা, অনগ্রসর নারীসমাজ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের পশ্চাৎপদতাকে বিবেচনায় নিয়ে উন্নয়ন সমতার আওতায় আনার নিরিখেই বাংলাদেশের সরকারব্যবস্থা চাকরিতে বিভিন্ন পর্যায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে আসছে। ফলে সামগ্রিক প্রয়োজনেই কোটা বহাল রাখতে হবে।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি হায়দার গণি খান পলাশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এইএচএম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, আবুল হোসেন, সাবেক জেলা কমান্ডার শেখ আব্দুল রাজ্জাক, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম চাকলাদার, অধ্যক্ষ হারুন অর রশিদ, আমিরুল ইসলাম রন্টুসহ শতাধিক মুক্তিযোদ্ধা।