রামগতিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০
রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার উত্তর চর নেয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহের হোসেন স্বপনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন কাজে অর্থ আত্মসাৎ, সেচ্ছাচারিতাসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে অসংলগ্ন আচরণ, নিয়মবহির্ভূত অর্থ আদায়সহ ১৫ অনিয়ম উলেস্নখ করে একটি লিখিত অভিযোগপত্র বিভাগীয় উপ-পরিচালকের কাছে জমা দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকরা। এ ছাড়া জেলা শিক্ষা অফিসার লক্ষ্ণীপুর এবং রামগতি প্রেস ক্লাবসহ আরও ৪ দপ্তরকে এর অনুলিপি দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতি বছরে স্কুলের নামে বরাদ্দকৃত অর্থ একই কাজে বারবার ব্যবহার করে অর্থ লোপাট করার অভিযোগ তার বিরুদ্ধে। প্রতি বছর ৫ম শ্রেণির কৃতকার্যদের কাছ থেকে ৫০০-১০০০ টাকা করে অর্থ আদায় করা হয়।
শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় ও বিদ্যালয়ের প্রাপ্ত সরকারি ল্যাপটপ বাড়িতে নিয়ে রেখেছেন তার ছেলেদের জন্য। বিদ্যালয়ে কোচিংয়ের নামে অর্থ আদায়। পুরনো চেয়ার-টেবিল লোহার আসবাবপত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ, এসএমসির মিটিং না করে সই জাল করে রেজুলেশন লেখেন যা শিক্ষক প্রতিনিধিরাও জানেন না।
স্থানীয় ইউপি সদস্য শাখাওয়াত উল্যাহ জানান, 'স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই ভুল নয়। তার বিরুদ্ধে কমিটির অভিভাবক সদস্য ও এলাকার মানুষ ক্ষেপেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান বলেন, 'প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ সত্য নয়। তবে স্কুলের লোহার তৈরি আসবাবপত্র বিক্রি করে টাকা নেওয়ার অভিযোগ সত্য। কোচিং ও সার্টিফিকেট দিয়ে টাকা স্কুলে নেয়।'
প্রধান শিক্ষক মোজাহের হোসেন স্বপনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে সব অভিযোগ অসত্য।