মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামের বাসিন্দা বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকায় চন্দনগাঁতী ঈদগাহ মাঠে তাকে বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে চন্দনগাঁতী কবরস্থানে দাফন করা হয়।

এ সময় ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আশরাফুল হায়দার জগলু, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক ভাষানী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা পান্‌জাত আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ খানসহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মুসুলিস্নরা।

উলেস্নখ্য ১২ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে