চার জেলায় শিক্ষার্থীসহ সড়কে ঝরল ৪ প্রাণ
প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
সিলেটের গোয়াইনঘাট, বাগেরহাটের ফকিরহাট, নাটোরের বড়াইগ্রাম ও সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ঝরল ৪ জনের প্রাণ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডিআই পিকআপে পিষ্ট হয়ে জোবায়ের আহমদ (৮) নামের এক মাদরাসা ছাত্রের মৃতু্য হয়েছে। নিহত ছাত্র উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের রহিম উদ্দিনের ছেলে। সে আব্দুল মহল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। শনিবার দুপুরে মাদরাসা ছুটি হওয়ার পরে বাড়িতে যাওয়ার পথে আব্দুমহল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী জুবায়ের আহমদ মাদ্রাসা ছুটি হওয়ার পর গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় গোয়াইনঘাটগামী একটি ডিআই পিকআপ জুবায়েরকে চাপা দেয়। এসময় স্থানীয়রা পিকআপটি আটক করে। তবে এর চালক পালিয়ে যায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।
বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে বিশ্বরোডে ২টি পরিবহণ বাসের দুর্ঘটনায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের একজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ যাত্রী। শনিবার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গ্রিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ জানতে পেরেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ারা বেগম (৪৫) নামের একজন নারীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে খুমেকে নেওয়া হয়েছে। আর আহত নিকলী রঞ্জন (৫০), উত্তম কুমার (৫৪), দেবদাস মন্ডল (৭৫), রিয়াদ (২৪)সহ বাকি আহত যাত্রীরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন। মোলস্নাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, শনিবার সকালে গোপালগঞ্জ থেকে বেনাপোলগামী রাজিব পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহণের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এ সময় রাজিব পরিবহণ বাসের ৬ যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের একজন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোলা বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মোলস্নাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছেন বলে জানান ওসি।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে থাকা ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাতুল সম্র্রাট (২৮) নামে এক প্রাইভেটকার চালকের মৃতু্য হয়েছে। শনিবার বিকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রয়না প্রেট্রো পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এসময় চালকের বন্ধু মেহেদী হাসান আহত হয়েছেন। নিহত সম্রাট পাবনার আটঘড়িয়া থানার দাপুনিয়া গ্রামের এবং মেহেদী কুমিলস্নার লাঙ্গলকোট থানার কদমতলী এলাকার বাসিন্দা। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম বলেন, প্রাইভেটকারের চালক ও মালিক নিহত সম্রাট নিজেই। গাছের সঙ্গে ধাক্কা লেগে কারটি দুমড়ে-মুচড়ে যায়। সম্রাটের লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে মুরগির পিকাপের সঙ্গে ধাক্কা লেগে ইসমাইল মোড়ল (৫৫) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মোড়ল সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকার নুরুল বক্স মোড়লের পুত্র। তিনি পেশায় একজন সাইকেল মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এএসআই মেহেদি হাসান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।