মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে সরকার আন্তরিক -সিরাজুল ইসলাম এমপি

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে সরকার আন্তরিক -সিরাজুল ইসলাম এমপি

নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোলস্না বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষার উন্নয়নে কাজ করছেন। সব প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করেছেন। আমি আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবেন।'

শুক্রবার নরসিংদীর শিবপুরে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সম্মেলন, অবসরপ্রাপ্ত ও প্রয়াত কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক রুবেল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম। বিশেষ আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন খান নিপুণ, স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম আরজু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে