প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়ন প্রয়োজন -অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি -যাযাদি
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে পরিবেশ। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়ন প্রয়োজন।' শনিবার চট্টগ্রামের আনোয়ারায় 'সবুজে সাজাই দেশ' প্রতিপাদ্যে ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, '১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি নিজেই বঙ্গভবন, সচিবালয়সহ ও রমনা উদ্যানে বৃক্ষরোপণ করেছিলেন।' এ সময় তিনি সকলকে বাড়ির আঙ্গিনাসহ পরিত্যক্ত জায়গায় বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজায়ন করার উপর গুরুত্বারোপ করেন। উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ইনামুল হাসান। এই সময় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিজ্ঞয় ধর, সহকারী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন, ডেপুটি প্রোগ্রাম হেড আলাউদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।