মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

মাদারীপুরে গভীর নলকূপের পাইপে গ্যাস, জ্বলছে আগুন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
মাদারীপুরে গভীর নলকূপের পাইপে গ্যাস, জ্বলছে আগুন

মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা ইউনিয়নে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের মাধ্যমে আগুন জ্বলায় আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসী দাবি, গ্যাসের অনুসন্ধান চালিয়ে গ্যাসের সঠিক সন্ধান বের করা হোক।

জানা গেছে, পাঁচখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর মহিষেরচর এলাকায় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন বাবলু সরকারি বরাদ্দকৃত গভীর নলকূপ বসানোর ৩শ' ফুট গভীরে যাওয়ার পরে পাইপ দিয়ে গ্যাসের মতো বের হচ্ছে। নলকূপ বসানোর মিস্ত্রিরা বুঝতে পেরে পাইপের মাথায় দিয়াশলাই ধরলে আগুন জ্বলতে শুরু করে। সকাল থেকে একটানা রাত এগারোটা পর্যন্ত আগুন জ্বলতে থাকে। এলাকাবাসী দুর্ঘটনার আশঙ্কায় পাইপ দ্রম্নত তুলে ফেলে বালু দিয়ে ভরাট করে ফেলে গ্যাস উঠানোর জায়গাটি। মাটির ভরাটের পরেও এখনো গ্যাসের চাপ দেখা যাচ্ছে। নিচু স্থানটিতে জমে থাকা পানিতে বুদ বুদ করে গ্যাস উঠতে দেখা গেছে। তবে গভীর নলকূপ একটু দূরে আবারও বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানেও একই অবস্থা হওয়ার আশঙ্কা করছে গভীর নলকূপ বসানো কর্মীরা।

আজাহার নামে এক স্থানীয় জানান, 'এক মুক্তিযোদ্ধার বাড়িতে সরকারিভাবে একটি গভীর নলকূপ বসানোর কাজ শুরু করে মিস্ত্রিরা। ৩শ' ফুট পাইপ মাটির নিচে যাওয়ার পর থেকেই পাইপে গ্যাস উঠতে থাকে। আমরা চাই এখানে সরকারিভাবে অনুসন্ধান চালিয়ে গ্যাসের সঠিক সন্ধান বের করা হোক।'

রাকিব নামে আরেক যুবক বলেন, মাদারীপুরবাসী গ্যাসের আসায় রয়েছে শত বছর ধরে এবং পদ্মা সেতু হওয়ায় সে আসা পূরণের পথে হলেও এখনো সেই আগের অবস্থায় মাদারীপুরবাসী। তাই যদি মাদারীপুরেই সেই গ্যাসের সন্ধান পাওয়া যায়, তাহলে উপকৃত হবে মাদারীপুরবাসীসহ দেশবাসী।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, 'গ্যাসের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজখবর নিয়ে বিষয়টি আপনাদের জানাতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে