ঘুম থেকে তুলে গৃহবধূকে কুপিয়ে হত্যা

কুমারখালীতে চাচাত ভাইদের হাতে কৃষক খুন তিন জেলায় আরও ৩ জনের অপমৃতু্য

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ময়মনসিংহের মুক্তাগাছায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে জমি বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা করেছে চাচাত ভাইয়েরা। এ ছাড়া পানিতে ডুবে, বিদু্যৎস্পৃষ্ট ও সাপের কামড়ে তিন জেলায় আরও ৩ জনের অপমৃতু্য হয়েছে। প্রতিনিধিরে পাঠানো তথ্যে বিস্তারিত খবর- মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় ঘুম থেকে ডেকে তুলে এক নারীকে কুপিয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে চাচাশ্বশুরের বিরুদ্ধে। এ সময় নিহত নারীর স্বামীকেও হত্যার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করলে সে পালিয়ে রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭টায় উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারীউত্তর গ্রামে। নিহত শিউলী আক্তার (৩০) ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গোয়ারী উত্তর গ্রামের সিএনজিচালক শরিফুল ইসলাম ও শিউলি আক্তার (৩০) দম্পতির ৬ বছরের মেয়ে লামিয়ার সঙ্গে শুক্রবার বিকালে শরিফুলের চাচা সোলায়মান মিয়ার ছেলের সঙ্গে ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে পরদিন শনিবার সকালে সোলায়মান এসে শরিফুল ও তার স্ত্রী শিউলী আক্তারকে ঘুম থেকে ডেকে তোলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সোলায়মান দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে শিউলীকে। নিহত শিউলী আক্তারের ৫ মাসের একটি মেয়েশিশুসহ ৩ মেয়ে রয়েছে। মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না জানান, শনিবার সকালে উপজেলার গোয়ারী উত্তর গ্রামে হত্যার ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। কুষ্টিয়া সদর প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে রিয়াজ উদ্দিন (৪৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাত ভাইদের বিরুদ্ধে। শনিবার দুপুর সোয়া ১টায় উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে ঘটে এ ঘটনা। তিনি ওই এলাকার মইনউদ্দিনের ছেলে। নিহত ব্যক্তির মামা আব্দুল মোমিন জানান, 'চাচাত ভাই আছরফ ও হোচেনদের সঙ্গে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে দুপুরে লোকজন নিয়ে বাড়িতে এসে ধারাল অস্ত্র দিয়ে রিয়াজকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।' কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাইদের হাতে একজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ। এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিয়াজ আহমেদ (২) নামে এক শিশুর মৃতু্য হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু নিয়াজ আহমেদ ওই বাড়ির জহির আহমেদের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মারা যাওয়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে বিপুল (৩২) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। শনিবার উপজেলার কচুয়া ইউনিয়নের সোনাতলা গ্রামের দুপুরে নিহতরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিক জানান, বিপুল মিয়া অনেক আগেই মারা গেছেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে সাপের কামড়ে মাইশা আনজুম মৌ নামক স্কুলছাত্রীর মৃতু্য হয়েছে। শুক্রবার শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী মজনু মিয়ার মেয়ে। জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার মাইশা আনজুম মৌ ও তার ছোট বোন মোবাশ্বিরা আক্তার শয়নকক্ষে খাটে ঘুমায়। হঠাৎ রাতে মৌ'র পায়ে বিষাক্ত সাপ কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রাতেই তাকে শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, 'খবর পেয়ে শনিবার শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা হয়েছে বিষাক্ত সাপের কামড়েই তার মৃতু্য হতে পারে। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।