উদ্বুদ্ধকরণ সভা
ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর
'আসুন ১৮-৬০ বছরের সব নাগরিক সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে নিজ এবং পরিবারের ভবিষ্যতের সুন্দর জীবন নিশ্চিত করি' এই প্রতিপাদ্যে পিরোজপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে উদ্বুদ্ধতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান আজমির হোসেন মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ মোরশেদ মিশু। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন- শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দুর্ধর্ষ চুরি
ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
চাটখিল উপজেলার তিন নম্বর পরকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার আলম মুন্সির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে। এই চুরির ঘটনায় সাড়ে ৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, এটিএম কার্ডসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরদের আটকে তৎপরতা চলছে।
অবহিতকরণ সভা
ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মনোহরদী উপজেলার এক নম্বর লেবুতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এ সময় উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়নের ইউপি সদস্য, ইউনিয়নের সচিব, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
ত্রাণসামগ্রী বিতরণ
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির ব্যক্তিগত অর্থায়নে বন্যাদুর্গত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নৌকাযোগে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, উপজেলা আ'লীগ নেতা জয়নাল আবেদীন, সেলিম রেজা, নজরুল ইসলাম, ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও গোসাইবাড়ী ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
শুদ্ধাচার পুরস্কার
ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। বুধবার নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ শ্রেষ্ঠ ইউএনওর হাতে তুলে দেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এ সময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা অতিরিক্ত জেলা প্রসাশক মাছুদুর রহমানসহ সাত উপজেলার নির্বাহী অফিসাররা। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি অফিসপ্রধান নির্বাচিত হওয়ায় ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন, উপজেলা পর্যায়ে সবাইকে নিয়ে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে।
দোয়া মাহফিল
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রবাসী সদস্য মো. জাসেদুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এইচ এম এরশাদের অসুস্থ মা ও সড়ক দুর্ঘটনায় আহত সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু নোমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন সংগঠনের নেতারা। মঙ্গলবার হাটহাজারী বাসস্ট্যান্ড ইমাম শেরে বাংলা (রহ.) মসজিদে আছরের নামাজের পর হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি জাহেদ মঞ্জু, সহ-সম্পাদক জাহেদুল আলম, অর্থ সম্পাদক আবুল মনছুর, সাংস্কৃতিক সম্পাদক এম ওসমান গনি ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক এইচ এম এরশাদ।
হুইলচেয়ার বিতরণ
ম পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় বিভিন্ন শিক্ষা প্রতিবন্ধী ছয় শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. এমাদুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস, কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ খায় ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহাম্মেদ সুজন।
বাঁধ পরিদর্শন
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়নে বাঁধ ধসে গিয়েছে। এসব বাঁধ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার হাটকালুপাড়া-ফতেপুর বাঁধের হাটকালুপাড়া আমজাদ হোসেন কবিরাজের মিলের পূর্ব পার্শ্বে বাঁধটি ধসে যায়। ধসে যাওয়া বাঁধের খবর পেয়ে সন্ধ্যায় দ্রম্নত পরিদর্শনে আসেন নওগাঁ-০৬ আসনের স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় ছিলেন ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আফজাল হোসেন ও সদস্য সমির লাহেড়ী।
নতুন অধ্যক্ষ
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। একাধারে তিনি কুলাউড়া পৌরসভার মেয়র। বুধবার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এক প্রতিক্রিয়ায় মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ কুলাউড়ার একটি স্বনামধারী প্রতিষ্ঠান। কর্মরত শিক্ষক-কর্মচারীরা আন্তরিক হলে এ প্রতিষ্ঠানকে সেরা প্রতিষ্ঠানে রূপদান করা সম্ভব হবে।
ত্রাণ বিতরণ
ম সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় পানিবন্দি জনসাধারণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহজাদী আলম লিপি। বুধবার কামালপুর এবং বোহাইল ইউনিয়নের ২ হাজার বন্যার্তদের মধ্যে নিজ অর্থায়নে শুকনো খাবার বিতরণ করেন তিনি। এসময় ছিলেন বোহাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা তরফদার টুকু, ইউপি সদস্য সাইফুল ইসলাম, বোহাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরকার, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সাবিব সিহাব প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়
ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জের কৃতী সন্তান ফতেনূর আলম বাবু নিউইয়র্কে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময়। ফতেনূর আলম বাবু বীরগঞ্জ পৌর শহরের মৃত আলহাজ আব্দুল ওয়াহেদের ছেলে। তিনি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মার্স্টাস ১৯৮৪ ব্যাচের ছাত্র ছিলেন এবং শিক্ষা জীবন শেষ করে নিউইয়র্কে বসবাস করে আসছেন। ফতেনূর আলম বাবু নিউইয়র্কে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি নির্বাচিত হওয়ায় দিনাজপুর-০১ আসনের সংসদ সদস্য আলহাজ জাকারিয়া জাকা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হুসাইন বিপুসহ অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সেলাই মেশিন বিতরণ
ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২৭ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন, ২৮ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৩টি ল্যাপটপ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসব বিতরণের উদ্বোধন করেন। দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসেবে সরকারি বরাদ্দের টাকায় এসব প্রকল্প বাস্তবায়ন করেন নলডাঙ্গা উপজেলা এলজিইডি বিভাগ। এ সময় ছিলেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী অনুপ কুমার ঘোষ।
সার বিতরণ
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ক্ষতিগ্রস্ত ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদের অডিটরিয়ামে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ ওয়াহিদুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
'বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য আনে সুদিন' এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে সোনাতলা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাউছার রহমান। এ সময় ছিলেন অত্র কার্যালয়ের কর্মরত ইউনিয়ন সমাজকর্মী মেহেদী হাসান, শামছুন্নাহার, আব্দুল হান্নান, ওমর ফারুক ও ফিল্ড সুপারভাইজার রয়েল মিয়া।
মতবিনিময় সভা
ম নাটোর প্রতিনিধি
নাটোরের দু'টি সুগার মিলস জোন এলাকায় আখের নিবিড়করণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আখ চাষিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ হোসেন ভূঁইয়া, গোপালপুর চিনিকলের এমডি খবির উদ্দিন, নাটোর চিনিকলের ডিজিএম (সম্প্রসারণ) আবদুল কুদ্দুছ, সিবিএ সভাপতি ফিরোজ আলী, সাবেক ডিজিএম কামাল উদ্দিন, আখ চাষি মোসলেম উদ্দিন, বুলবুল আহমেদসহ শতাধিক আখ চাষি।
গাছের চারা রোপণ
ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রজাতির সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার উপজেলার রমনা ও থানাহাট ইউনিয়নের বিশ্ব রোডে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ফরিদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস এম নুরুল আমিন সরকার।
সমন্বয় সভা
ম সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
সারিয়াকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সারিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল, উপজেলা ভাইস চেয়ারম্যান লিখন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম পারভীন, পিআইও তারিফুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল হালিম, শিক্ষা অফিসার গোলাম কবির প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার।
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের উপনির্বাচনে নারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি নির্বাচিত হলেন ফুল সরেন। এ পদে আগামী ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে চলতি বছরে ২৮ মার্চ ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. নার্গিস খাতুন স্বেচ্ছায় পদত্যাগ করেন। এদের মধ্যে ৯ জুলাই প্রার্থী তানজিলা আক্তার তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেওয়ায় ফুল সরেনকে বুধবার বেসরকারিভাবে নির্বাচিত করা হয়।
ফুটবল টুর্নামেন্ট
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
উপজেলা পর্যায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ (বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাজারহাট ইউনিয়ন পরিষদ ৪ গোলে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা।
সেমিনার অনুষ্ঠিত
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে পলস্নী চিকিৎসক, ফার্মেসি মালিক ও ধাত্রীদের নিয়ে নিরাপদ মাতৃত্ব বিষয়ক এক সেমিনার বুধবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির।
বৃক্ষরোপণ
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
স্টুডেন্ট অর্গানাইজেশন অব ইয়ুথ পাওয়ারের (সোয়েপ) উদ্যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিভিন্ন স্থানে এক হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মাহমুদ হাসান রিপন এমপি। এ সময় ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম সামশীল আরেফিন টিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সোয়েপ প্রতিনিধি সজীব প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
'গাছ লাগান, পরিবেশ বাঁচান' স্স্নোগান নিয়ে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, শুরুতে চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয় হাজার গাছের চারা বিতরণ করা হবে। যেগুলো পৌরবাসী নিজেদের বাড়িতে রোপণ করবে। এর ফলে গ্রীষ্ম মৌসুমে চুয়াডাঙ্গায় যে তাপপ্রবাহ বয়ে যায় তা থেকে জেলাবাসী কিছুটা স্বস্তি পেতে পারে।
গোয়াল ঘরে আগুন
ম চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর রাজরাজেশ্বর ইউনিয়নে কৃষকের গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি গরু পুড়ে মারা যায় এবং ৬টি গরু দগ্ধ হয়। মঙ্গলবার মধ্যরাতে ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের মুগাদী গ্রামের মাঝি কান্দির শরবত আলী প্রধানিয়া গোয়াল ঘরে আগুন লাগার এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। জানা যায়, কৃষক শরবত আলী মধ্যরাতে গোয়াল ঘরে আগুন দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৩টি গরু এবং গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী।
মতবিনিময় সভা
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় গত মঙ্গলবার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। উপজেলা হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।
উঠান বৈঠক
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় 'তথ্য আপা' প্রকল্পের আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন এলাকার ৫০ জন নারীকে নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) মোছাম্মৎ তানিয়া খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ ও তথ্য সেবা সহকারী জেসমিন সুলতানা ও জাহেদা বেগম।
পথসভা অব্যাহত
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর নাগরিক অধিকার পরিষদের আহ্বানে অযোগ্য দুর্নীতিবাজ মেয়রের অপসারণ ও পৌর প্রশাসক নিয়োগের দাবিতে পৌরসভার ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি পালন হয়ে আসছে। এরই অংশ হিসেবে ১৫নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া মোড়ে সোমবার সন্ধ্যায় এক পথসভা নাগরিক অধিকার পরিষদের অন্যতম নেতা আবিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক দেলওয়ার হোসেন জাভিস্কো, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশিক জনি।
ত্রাণ বিতরণ
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নের চরনন্দনের পাড়া ২৫৫ বানভাসি পরিবারে মধ্যে ত্রাণসামগ্রী ও ইসলামি রিলিফ বাংলাদেশ কর্তৃক বন্যার আগাম পদক্ষেপ প্রস্তুতিমূলক কাজ হিসেবে হাইজিন কিটসসহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। বুধবার চারনন্দনের পাড়া এলাকায় ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। এ সময় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম।
নির্মাণ কাজের উদ্বোধন
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বৃহৎ ড্রেনটি কয়েক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর মঙ্গলবার পৌর মেয়র মো. আমজাদ হোসেন আনুষ্ঠানিকভাবে ড্রেনটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এ সময় ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এম এ আলম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।