দুর্গাপুরে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ | ১১ জুলাই ২০২৪, ০০:০০
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. রেজাউল করিম ও তার পরিবার। বুধবার দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত অভিযোগে রেজাউল করিম বলেন, কয়েক মাস আগে আব্দুল খালেকের আত্মীয় আব্দুল বাতেনগংদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আব্দুল খালেক কোনো আহতই হননি। অথচ তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সহকারী সার্জন ডা. দীপা সরকারের কাছ থেকে আঙুলে গুরুতর আঘাত করা হয়েছে বলে এক মিথ্যা মেডিকেল সার্টিফিকেট নেন। পরে ওই সনদ এবং মিথ্যা সাক্ষী দিয়ে রেজাউল করিমের বাবা আবুল খায়েরগংদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। এ মামলায় আবুল খায়ের এখন পর্যন্ত কারাভোগ করে আসছেন। তিনি ওই ভুয়া মেডিকেল সনদ বাতিল করে আব্দুল খালেক কতটুকু আহত হয়েছেন তা আবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তুলে ধরে প্রতিবেদন আদালতে প্রেরণের দাবি জানান।
এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সহকারী সার্জন ডা. দীপা সরকারের মুঠোফোনে কল দিলে, তিনি এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন।