মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ অর্থবছরের জন্য সর্বমোট ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা বাজেট প্রস্তাবিত করা হয়। বুধবার দুপুরে পৌরসভার হলরুমে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেটে আগত তহবিলসহ রাজস্ব খাতের মোট আয় দেখানো হয়েছে- ৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৩২০ টাকা ২৫ পয়সা, মোট ব্যয় দেখানো হয়েছে- ৭ কোটি ১০ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। রাজস্ব খাতে উদ্বৃত দেখানো হয়েছে ২২ লাখ ৬১ হাজার ৮২০ টাকা ২৫ পয়সা। রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয় দেখানো হয়েছে- ৬৯ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ১৪০ টাকা ৫০ পয়সা এবং মোট ব্যয় দেখানো হয়েছে- ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। বাজেটে সর্বমোট উদ্বৃত্ত দেখানো হয়েছে-১২ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা ৫০ পয়সা।
বাজেট পূর্বক বক্তব্যে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, বাজেট প্রস্তবনার আগে প্রাক বাজেট অনুষ্ঠান করে সর্বমহলের মতামত নেওয়া হয়েছে।