মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

আড়াইহাজারে বেওয়ারিশ কুকুরের উৎপাত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১১ জুলাই ২০২৪, ০০:০০
আড়াইহাজারে বেওয়ারিশ কুকুরের উৎপাত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হঠাৎ করে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। বিশেষ করে রাতের বেলায় কুকুরের কারণে লোকজনকে রাস্তায় বের হলেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। গত এক সপ্তাহে উপজেলার হাইজাদী ইউনয়নের কলাগাছিয়া এলাকাসহ বেশ কয়েকটি স্থানে ৩-৪টি ছাগলকে কামড়ে মেরে ফেলেছে সংঘবদ্ধ বেওয়ারশি কুকুরের দল, এমন খবর পাওয়া গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের সহকারী চিকিৎসক ডা. মোশারফ হোসেন জানান, প্রতি মাসে ৩০-৪০ জন কুকুরের কামড়ে আহত রোগীর চিকিৎসা দেওয়া হয়। কুকুরে কামড়ানোর সঙ্গে সঙ্গে রোগীদের উপজেলা হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।

আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ মো. সুন্দর আলী বলেন, সম্প্রতি আড়াইহাজার পৌরসভা এলাকাসহ বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এর প্রতীকার হওয়া প্রয়োজন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, আইনি জটিলতার কারণে কুকুর নিধন করা সম্ভব হচ্ছে না বলে আড়াইহাজারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ও উপদ্রব দুটিই বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে