সিএইচটি রেগুলেশন বাতিল চেষ্টার প্রতিবাদে অবস্থান ধর্মঘট

প্রকাশ | ১১ জুলাই ২০২৪, ০০:০০

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিল চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে অবস্থান ধর্মঘট পালন করেছে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র-পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম। বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন রাস্তায় ইউপিডিএফ মূলের সমর্থিত মানিকছড়ি উপজেলা ইউনিটের পাহাড়ি ছাত্রপরিষের সাধারণ সম্পাদক অংসালার নেতৃত্বে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। অবস্থান ও ধর্মঘট কর্মসূচিতে ইউপিডিএফ (মূল), পাহাড়ি ছাত্রপরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম, নারী আত্মরক্ষা কমিটির নেতা, কর্মী, সমর্থক, ও সাধারণ পাহাড়ি জনগোষ্ঠী ছিলেন। দুই ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান ধর্মঘটের কারণে এ সময় নেতাকর্মী বলেন, আজ সিএইচটি রেগুলেশন ১৯০০ প্রথা অর্থাৎ হেডম্যান, কারবারি, আইনটি বাতিল করা যাবে না। এটি পাহাড়ি জনগোষ্ঠীর শেষ অস্তিত্বের রক্ষার আন্দোলন। সড়কের দুই পাশে প্রায় শখানেক গাড়ি আটকে যাত্রী দুর্ভোগ পোহাতে হয়েছে। উলেস্নখ্য, আজ সুপ্রিম কোর্ট কর্তৃক সিএসটি রেগুলেশন ১৯০০ প্রথা বাতিল শুনানির রায় ঘোষণার কথা রয়েছে।