সংবর্ধনা প্রদান
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে তার নিজ ইউনিয়ন কালাপাহাড়িয়ার খালিয়ারচরবাসী ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেছেন। সোমবার খালিয়ারচর এলাকাবাসী তার নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে এ সংবর্ধনা প্রদান করেন। এ সময় ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিম, হাইজাদী ইউনিয় পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া ও আওয়ামী লীগদলীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভা
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানা। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আরিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া বেগম। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশবচন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ সৌরভ, ওসি মো. আবুল খায়ের, সাংবাদিক বাহার উদ্দিন, আবুল কাসেম।
সৌজন্য সাক্ষাৎ
ম শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম। তিনি মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন। সাক্ষাতে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমের সঙ্গে একটি সুন্দর, স্মার্ট শিবপুর উপজেলা গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম। তিনি শিবপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম উপজেলা পরিষদ চেয়ারম্যান ফেরদৌসী ইসলামের কাজে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।
ফুটবল টুর্নামেন্ট
ম বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা ক্রীড়া সংস্থার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সংসদ সদস্যের নামে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে সরকারি আবদুল জব্বার কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাফর উলস্নাহ চৌধুরী, পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
আর্থিক সহায়তা
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ক্যানসার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ হাজার করে ২৮ জনকে ১৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল মুনসুর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
চেক বিতরণ
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগ ও স্ট্রোকে প্যারালাইজড রোগে আক্রান্ত ১৪ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি আলহাজ মজিবর রহমান মজনু। ধুনট উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুলস্নাহেল কাফি, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রিপন, সুলতানা জাহান প্রমুখ।
গণসংবর্ধনা প্রদান
ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার টু ডাজ্ঞাতলী বাজার ওয়াবদা সড়ক সংস্কারের প্রস্তুতি নেওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার লামচর ইউপি হলরুমে লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত, লামচর ইউপি আ'লীগের সভাপতি আবুল খায়ের ভুইয়া, সাধারণ সম্পাদক মনিরুল হক টুনা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. সায়েম হোসেন প্রমুখ। বক্তব্য প্রদান শেষে আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউপি মেম্বার, তথ্য কেন্দ্রের উদ্যোক্তা, ব্যবসায়ী, গ্রাম পুলিশ পৃথকভাবে ফুলেল সংবর্ধনা প্রদান করে।
আর্থিক সহায়তা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ও হলদিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ইউএনএফপিএর অর্থায়নে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সহায়তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদ হাসান রিপন এমপি। সোমবার ঘুড়িদহ ইউনিয়ন চত্বরে ও উল্যা ভরত খালী স্বপনের ভূবন বিদ্যাতরী মাঠে বিতরণকালে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম সামশীল আরেফিন টিটু।
ত্রাণ বিতরণ
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সাধুরপাড়া ইউনিয়ন ও বগারচর ইউনিয়নের বন্যায় পস্নাবিত হওয়া এলাকা নৌকাযোগে ঘুরে ঘুরে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। ত্রাণ বিতরণকালে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত, এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম।
সার বিতরণ
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে ২০২৩-২৪ অর্থবছরে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ২৭৫০ জন কৃষকের মধ্যে প্রণোদনার রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, প্রেস ক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুলস্নাহ ফারুকসহ অনেকে।
বীজ বিতরণ
ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আমন ধানের আবাদ ও পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ/২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ছয়শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার হরিণাকুন্ডু স্টেডিয়াম মাঠে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম টিপু মলিস্নক। এ সময় ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুন, হরিণাকুন্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ তিতুমীর।
ফুটবল টুর্নামেন্ট
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
নানিয়ারচর বুড়িঘাটে স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রোববার সমাপনী খেলাটির বুড়িঘাট বাজার মাঠে খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মামুন ভূঁইয়া। অন্যদের মধ্যে ছিলেন ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য খুলনা দেবী খীসা, মোস্তফা খান (মেম্বার), মিজানুর রহমান (মেম্বার), মহিদুল ইসলাম, মো. নুর জামাল, কালমিনি চাকমা, মহারাজ, তরিকুল ইসলাম, আবু জাফর।
কমিটির নির্বাচন
ম লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোটগ্রহণ চলে। এতে ২ জন দাতা সদস্য ও ৬ জন অভিভাবক প্রতিনিধি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে শেখ মুক্তার হোসেন দাতা সদস্য এবং মো. জিলস্নু হাওলাদার, মোহাম্মদ মাতিন হোসাইন, মো. টিটু ও আব্দুল কাদের অভিভাবক (পুরুষ) প্রতিনিধি নির্বাচিত হয়। এ ছাড়াও সিমা আক্তার মহিলা অভিভাবক প্রতিনিধি ও আবু নাসের খান লিমন, মো. রাসেল, লিজা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
এমওপি সার বিতরণ
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরের (খরিপ-২) ২০২৪-২৫ মৌসুমে আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার রূপগঞ্জ উপজেলা কৃষি অফিস কার্যালয়ে বিতরণীয় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ একেএম মোকসেদুল আবেদীন।
বিশেষ সেবা কার্যক্রম
ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর
অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিশেষ সেবা কার্যক্রম (০৯-১১ জুলাই ২০২৪) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পিরোজপুর সদরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ছিলেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা সোহেল পারভেজ, সহকারী পরিচালক ডা. হংসুপতি শিকদার, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. ইকবাল হোসেন, জেলা ফ্যামিলি পস্নানিং পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
ত্রাণসামগ্রী বিতরণ
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিতরবন্দ ও বেরুবাড়ী ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রেরিত ত্রাণসমাগ্রী উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ঘুরে ঘুরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী ও ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফিসহ অনেকে।
বাজেট ঘোষণা
ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। সোমবার পৌরসভা কার্যালয়ে কোনো প্রকার করারোপ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৫ কোটি ৪৬ হাজার ৬১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।
শ্রেষ্ঠ ওসি
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান (পিপিএম)। সোমবার ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ফায়েজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
বীজ বিতরণ
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১ হাজার ৬শ' কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিতরণ উপলক্ষে কৃষি অফিস সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তা। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এ সময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার, শাহ মো. আপেল মাহমুদ।
চেক বিতরণ
ম সাঘাটা (গাইবান্ধার) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আওতায় কৃষকদের মধ্যে রোপা আমন ধানের বীজ, সার বিতরণ, সমাজসেবা বিভাগের আওতায় ক্যানসার রোগীদের চিকিৎসা সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ছাগল পালনের জন্য ছাগলের ঘর ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদ হাসান রিপন এমপি। পরে সাঘাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ও বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এ সময় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন টিটু।
ফুটবল টুর্নামেন্ট
ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের অয়োজনে প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মজিব ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলায় ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল টর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ওসি বছির আহাম্মেদ বাদল, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভিন।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে বারি বিজ্ঞানীদের জন্য বারি উদ্ভাবিত নতুন প্রযুক্তি শীর্ষক সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ইনস্টিটিউটের সেমিনার রুমে প্রশিক্ষণে বারি'র ৩০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। 'প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) (বারি অঙ্গ)' শীর্ষক প্রকল্প প্রশিক্ষণে অর্থায়ন করে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বারি'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মণ।
সভা অনুষ্ঠিত
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ব্র্যাঞ্চ ম্যানেজারদের নিয়ে এসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী বিএম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শহরের এইড কমপেস্নক্সের কনফারেন্স রুমে আশার ডিস্ট্রিক ম্যানেজার হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আশার ডেপুটি ডিরেক্টর (কৃষি) মো. খুরশীদ আলম। এ ছাড়াও ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর (কৃষি উইং) আবু সাঈদ, সদরের ব্র্যাঞ্চ ম্যানেজার আবু সামা প্রমুখ।
স্প্রে মেশিন বিতরণ
ম গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলী সদর ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় (এমপি'র বিশেষ বরাদ্দে) প্রান্তিক দুস্থ নারীদের সেলাই মেশিন এবং প্রান্তিক কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু। গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন ও ইউএনও নুসরাত জাহান বন্যা।
বাজেট ঘোষণা
ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার দেবিদ্বার পৌরসভার কোনো রকম কর বৃদ্ধি না করেই প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরে এ পৌরসভায় আয়-ব্যয় সমান রেখে ৫৭ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ২৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৌর কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান ও দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া।
দায়িত্ব গ্রহণ
ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মইনুজ্জামান অপুর দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম। এ সময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, পৌর মেয়র শওকত উসমান, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ।
আধুনিকায়নের উদ্বোধন
ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ঐতিহ্যবাহী গলাচিপা শিল্পকলা একাডেমি সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের পরিকল্পনা ও বাস্তবায়নে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিল্পকলা একাডেমি সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। ইউএনও মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও গলাচিপা বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির সিনিয়র শিক্ষক লুৎফর রহমান আওলাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (জিপিএ) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অথবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্স ফরনেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান কৃষিবিদ মো. আব্দুস সামাদ।