বাংলাদেশ গ্রম্নপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলির সাবেক সদস্য বিশিষ্ট নাট্যাভিনেত্রী ও সংগঠক পাপিয়া সেলিমের অষ্টম মৃতু্যবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী একক নাট্যাভিনয়, কবিতাবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবে আয়োজিত মৃতু্যবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিসি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীরবিক্রম। অনুষ্ঠানের উদ্বোধন করেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। প্রধান অতিথি ছিলেন- মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে মুজিব বাহিনীর প্রধান ও বিশিষ্ট সাংস্কৃতিকব্যক্তিত্ব আলমগীর খান মেনু। মুখ্য আলোচক ছিলেন- বিশিষ্ট নাট্যজন বীর মুক্তিযোদ্ধা গোলাম আম্বিয়া নুরী। স্বাগত বক্তব্য রাখেন- পাপিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিকব্যক্তিত্ব ফিরোজ আহমেদ বাচ্চু। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন- সিডি ক্লাবের নাট্য সম্পাদক সহকারী অধ্যাপক সুমন মেহেদী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি খন্দকার মোখলেছুর রহমান ওরফে মণি খন্দকার, পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. সেলিম তরফদার, টাঙ্গাইল থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক জাকির খান, কার্য নির্বাহী সদস্য আজিজুর রহমান প্রমুখ।