রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

চিতলমারীতে কুকুরের কামড়ে আহত অর্ধশত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ১০ জুলাই ২০২৪, ০০:০০
চিতলমারীতে কুকুরের কামড়ে আহত অর্ধশত

বাগেরহাটের চিতলমারীতে পাগলা কুকুরের কামড়ে প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। কুকুরের ভয়ে পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে দ্রম্নত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের তথ্য মতে, গত এক মাসে ৩১ জন কুকুরের কামড়ের ভ্যাকসিন নিয়েছেন। এ ছাড়া বিভিন্ন ক্লিনিক ও আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

চরবরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, গত দুই দিন আগে হাঁটতে বের হলে শ্যামপাড়া কারিগরি কলেজ সংলগ্ন স্থানে পৌঁছলে হঠাৎ একটি পাগরা কুকুর তার ওপর আক্রমণ করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যণী রানী বাড়ই জানান, কুকুরের ভয়ে শিক্ষর্থীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল জানান, বর্তমানে কুকুরের খাদ্য সংকট দেখা দেওয়ায় মানুষসহ গরু, ছাগল ও হাঁস-মুরগির ওপর কুকুরে আক্রমণ করছে। এ ছাড়া আগের তুলনায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে বনবিভাগের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে