রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সিলেটে এইচএসসি পরীক্ষায় বসেছে প্রায় ৮৩ হাজার শিক্ষার্থী

সিলেট অফিস
  ১০ জুলাই ২০২৪, ০০:০০
সিলেটে এইচএসসি পরীক্ষায় বসেছে প্রায় ৮৩ হাজার শিক্ষার্থী

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ জুন থেকে শুরু হলেও বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত ছিল। মঙ্গলবার থেকে সিলেট বিভাগের ৪ জেলায় পরীক্ষা শুরু হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়ে মঙ্গলবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে সিলেট বিভাগে। পরীক্ষার সময় তিন ঘণ্টা।

সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার ৩০৯টি প্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিয়েছে।

এদিকে, সিলেটে চলছে তৃতীয় দফা বন্যা।

এ বন্যায় এখনো ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দি। অনেক কেন্দ্রে পানি থাকায় কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। এ অবস্থায় পরীক্ষায় ছাত্রছাত্রীর অনুপস্থিতির সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে