রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বাউফলে বিদু্যৎ গ্রাহকদের ঝাড়ু মিছিল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ১০ জুলাই ২০২৪, ০০:০০
বাউফলে বিদু্যৎ গ্রাহকদের ঝাড়ু মিছিল

পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত বিল আদায়, লোডশেডিং ও লোভোল্টেজসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদু্যৎ গ্রাহকরা ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার স্থানীয় পলস্নী বিদু্যৎ অফিসের সামনে অর্ধশতাধিক গ্রাহক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। কয়েক মাস ধরে বাউফলে বিদু্যতের লোডশেডিং ও লোভোল্টেজের কারণে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দিয়ে বন্ধ রাখা হয় বিদু্যৎ। মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের শাহ আলম তালুকদার, কালাইয়া ইউনিয়নের আসাদুল ইসলাম, দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মনির রাড়ীসহ একাধিক গ্রাহক সাংবাদিকদের জানান, হয়রানি বন্ধের জন্য বিদু্যৎ অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ব্যবহার করেন, কোনো সমাধান না দিয়ে জরিমানার ভয় দেখিয়ে মনগড়া বিল আদায় করেন। এ কারণে মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। গ্রাহকদের হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এ ব্যাপারে বাউফল পলস্নী বিদু্যতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মজিবুর রহমান চৌধুরী বলেন, যেসব গ্রাহকের বিল নিয়ে অভিযোগ আছে সেগুলো আগামী মাসের সঙ্গে সমন্বয় করা হবে। আর লোডশেডিং এবং লোভোল্টেজের জন্য দ্রম্নত পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে