সাতকানিয়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতকানিয়া পৌরসভা কার্যালয়ে মেয়র মোহাম্মদ জোবায়ের এই বাজেট ঘোষণা করেন। এ সময় তিনি রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৪৮ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার ৭০১ টাকার বাজেট ঘোষণা দেন।
প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে বিবিধ প্রকল্প খাতে ৩৬ কোটি ৭০ লাখ টাকা। আর সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়নে ৩৭ কোটি ৬৫ লাখ টাকা।
এ ছাড়া আয়ের উৎস হিসেবে রাখা হয়েছে বিবিধ খাতে ৬৫ লাখ, অন্যান্য খাতে দুই কোটি ১০ লাখ, পৌর কর থেকে তিন কোটি ৪১ লাখ ৫০ হাজার, মূলধন থেকে ৭১ লাখ ৫০ হাজার, উন্নয়ন খাত ব্যতীত সরকারি অনুদান ৪৭ লাখ, রেইটস খাতে ৩৮ লাখ, ফিস ও সম্পত্তি থেকে ১৩ লাখ এবং প্রারম্ভিক স্থিতিতে এক কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ৭০১ টাকা।
অবকাঠামো উন্নয়নের পরে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বিবিধ খাতে চার কোটি ৫০ লাখ, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ৭৮ লাখ, সমাপনী জের খাতে দুই কোটি ৬৯ লাখেরও বেশি, সংস্থাপন খাতে দুই কোটি দুই লাখ, মূলধন হিসেবে ৪৭ লাখ, শিক্ষা খাতে ২০ লাখ এবং কর নির্ধারণ ও আদায়ে তিন লাখ টাকা।
প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার প্যানেল মেয়র এ. কে. এম মোর্শেদ, পৌরসভার সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।