শেরপুরে শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও সাদিয়া
প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০
শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিনকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার শেরপুর জেলা প্রশাসকের কর্যালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে পুরস্কৃত করা হয়।
কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চা-বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। সাদিয়া উম্মুল বানিন 'গ্রেড ০৪-০৯' ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন।
এদিকে শুদ্ধাচার পুরস্কার প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুলস্নাহ্ আল খায়রুম।
অনুষ্ঠানে সাদিয়া উম্মুল বানিনের হাতে শুদ্ধাচার পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ আর্থিক উপহারের চেক তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক কর্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন।
উলেস্নখ্য, সাদিয়া উম্মুল বানিন ২০২৩ সালের ১৭ এপ্রিল নকলার ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় ও নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেন। তিনি ৩৪তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা।