আমাদের লক্ষ্য বরিশাল বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরা -উপাচার্য

প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০

বরিশাল অফিস
বরিশাল বিভাগের ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের থেকে শুদ্ধাচার পুরস্কার নিচ্ছেন পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মাহাবুবুল আলম -যাযাদি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, 'ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপণ। আমাদের লক্ষ্য হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করে বিশ্ব দরবারে তুলে ধরা।' মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপাচার্য আরও বলেন, 'নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে অনেক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এসব কর্মকান্ড পরিচালনার সময় যাতে বৃক্ষনিধন করার প্রযোজন না পড়ে সেজন্য আমাদের পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শেরেবাংলা হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, প্রক্টর ড. আব্দুল কাইউম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন। আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।