ঠাকুরগাঁওয়ে পলস্নীবিদু্যৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে
প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০
ঠাকুরগাঁও প্রতিনিধি
দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ঠাকুরগাঁও পলস্নীবিদু্যৎ সমিতির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার নবম দিনের মতো চলছে তাদের কর্মবিরতি। এর আগে গত ১ জুলাই সকাল থেকে সারাদেশের মতো জেলা সদরের জগন্নাথপুর প্রধান কার্যালয়ে কর্মবিরতি পালন শুরু হয়। তবে জরুরি গ্রাহকসেবা ও বিদু্যৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, গত ৫ জুলাই সারাদেশের ৮০টি পলস্নীবিদু্যৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদু্যৎ বিভাগের বৈঠক বিফলে গেছে। এর পরিপ্রেক্ষিতে নবম দিনের মতো মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরস্থ প্রধান কার্যালয়ের সামনে কর্মবিরতিসহ আন্দোলন চলছে।
সমাবেশে বক্তব্য রাখেন- ডিজিএম নেজামুল ইসলাম, ডিজিএম আহসান হাবিব, লাইন ম্যান আবু হাসনাত, দিন চুক্তিতে নিয়োজিত কর্মচারী আয়সা আক্তারসহ অন্য কর্মচারী-কর্মকর্তারা। আন্দোলনকারীদের অভিযোগ, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন তারা। শুধু তাই নয়, বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহকসেবা ও বিদু্যৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।