লক্ষ্ণীপুরে গৃহবধূ, উখিয়ায় যুবক খুন

তিন জেলায় স্কুলছাত্রসহ তিনজনের মৃতু্য পঞ্চগড়ে নিখোঁজ আনসার সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
লক্ষ্ণীপুরে বাসায় ঢুকে হাত-পা বেঁধে শ্বাসরোধে গৃহবধূকে ও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে বিদু্যৎস্পৃষ্টে স্কুলছাত্র, ঝিনাইদহে সাপের কামড়ে একজনের ও জামালপুরের মেলান্দহে গোসলে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃতু্য হয়েছে। অপরদিকে পঞ্চগড়ে নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত তথ্য- লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি করতে ঢুকে নাজমুন নাহার (৫০) নামে এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল। খবর পেয়ে মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী। প্রতিবেশী ও স্বজনরা জানায়, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকে। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদিতে আছেন। এতে বাসায় তিনি একাই থাকেন। সোমবার রাতে বাসার পাশের আমড়া গাছ দিয়ে উপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. ইসমাইল (৩৬) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গা হলো উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে। সোমবার বিকালে উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-বস্নকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আড্ডা দেওয়ার সময় ৮/১০ জন অজ্ঞাত সন্ত্রাসী আকস্মিক ইসমাইলের পেটে, পিঠে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন রোহিঙ্গা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উখিয়া থানার তদন্ত ওসি মো. শফিক জানান, জড়িতদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। \হদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে হিমেল হোসেন (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া নাসির উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই এলাকার কামাল মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে খেলতে গিয়ে হিমেলের স্যান্ডেল টিনের চালায় গিয়ে পড়ে। তা পারার জন্য স্কুলের জানালার গ্রিল বেয়ে টিনের চালায় উঠতে গিয়ে হিমেল বিদু্যৎতায়িত হয়ে নিচে পড়ে যায়। এ সময় অপর এক সহপাঠী দেখে শিক্ষিকদের জানায়। দ্রম্নত হিমেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, মৃত ওই শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমানের (২৬) মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার সদর ইউনিয়নের গোফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তালমা নদীর পাড়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোস্তাফিজুর পঞ্চগড় সদর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কবীর হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কোটচাঁদপুরে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৮) নামের একজনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তার মৃতু্য হয়। তিনি কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের এমডি বাংলোর গার্ড (রক্ষক) হিসেবে কর্মরত ছিলেন। তিনি তালিনা গ্রামের মৃত ছামেদ বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে আব্দুর রাজ্জাক বাড়ির পাশে নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন। এ সময় সাপে তার পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রম্নত তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহে বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসলে নেমে সোহেল মিয়া (২২) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দেউলাবাড়ি নইলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার বারইপাড়া এলাকার সওকত আলীর ছেলে। সোহেলের বন্ধু নাজমুল হাসান বলেন, দুপুরে সোহেল ও তাদের কয়েকজন বন্ধু মিলে দেউলাবাড়ি নইলেরঘাট এলাকায় গোসলের জন্য যায়। সোহেল সাঁতার না জানার কারণে বন্যার পানির স্রোতে ভেসে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে বিকালে ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে। বারইপাড়া গ্রামের কামরুল হোসেন বলেন, আজ সোহেলের বিয়ে হওয়ার কথা ছিল। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটলো। মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।