রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শেরপুরে হত্যা মামলার প্রধান আসামি কারাগারে

স্বর্ণ পাচারকারীসহ চার জেলায় আটক ৬

স্বদেশ ডেস্ক
  ১০ জুলাই ২০২৪, ০০:০০
স্বর্ণ পাচারকারীসহ চার জেলায় আটক ৬

যশোরের বেনাপোলে স্বর্ণ পাচারকারীসহ চার জেলায় বিভিন্ন অভিযোগে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শেরপুরে হত্যা মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত তথ্য-

বেনাপোল প্রতিনিধি জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। মঙ্গলবার ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি'র একটি টহল দল দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে। টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। পরে মনোয়ারের হাতে থাকা লাল রঙের একটি ব্যাগ তলস্নাশি করে ৯ পিস সোনার বার উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ জানান, উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাধবপুর থানার মিডিয়া সেল সূত্রে জানা যায়, সোমবার রাতে পুলিশের একটি দল নোয়াহাটি ধর্মঘর রাস্তার মনতলা থেকে নাঈম মিয়া ও মিয়াকে আটক করে। অপরদিকে চৌমুহনি ইউনিয়নের মহব্বতপুর রাবারডাম এলাকা থেকে রাসেল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

থানার ওসি জাবেদ মাসুদ জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় শাকিল বেপারী ওরেফ জুনিয়র সাকিব (৩০) নামে এক টিকটকারের লিঙ্গ কর্তন করেছে তারই স্ত্রী অপর টিকটকার শিখা খান (২৯)। পরে পুলিশ ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে এসে স্ত্রীকে আটক করে। মঙ্গলবার ভোরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কান্দীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত শাকিল বেপারীকে বন্দর স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে পাঠান।

জানা গেছে, গত ২ বছর পূর্বে মাদারীপুরের একই থানার নয়াকান্দী কাঠের পুল এলাকার মিন্টু বেপারীর ছেলে টিকটকার শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবের সঙ্গে মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার সন্তোষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে শিখা খানের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে শিখা ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর লিঙ্গ কর্তন করে।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মী মাহমুদুল হক (৩৩) হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য টোকাই সাকিবকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। টোকাই সাকিব (২৪) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আবছারের ছেলে।

সাতকানিয়া থানা পুলিশের এসআই মো. মামুন ভূঁইয়া তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক হত্যা মামলার প্রধান আসামি নুরে আলম সিদ্দিকীকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার শেরপুর সদর জি. আর. আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ তা নাকচ করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে চাঁদা দাবি ও হামলার আরও একটি মামলাতেও তার জামিনের আবেদন নামঞ্জুর করে একই আদেশ দেওয়া হয়েছে।

নূরে আলম সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের মো. গোলাম কুদ্দুসের ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান।

কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে