শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা ও টমটম স্ট্যান্ড। অবৈধ স্ট্যান্ড বসিয়ে প্রতি গাড়ি থেকে লাইনম্যানের মাধ্যমে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। এতে করে প্রতিদিন ওইসব স্ট্যান্ড থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির লোক। এদিকে অবৈধ স্ট্যান্ড বসানোর কারণে সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ ব্যবসায়ীদের।
শায়েস্তাগঞ্জ পৌরশহরটি একটি ব্যস্ততম শহর। জেলার প্রবেশদ্বার হওয়ায় এই শহরের গুরুত্ব বেশি। এখানে রয়েছে রেলওয়ে জংশন ও ঢাকা-সিলেট মহাসড়ক।
সরেজমিন দেখা গেছে, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার পয়েন্ট, দেউন্দি সড়কের মোড় ও রেলওয়ে জংশনের পার্কিং এরিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। ওইসব স্থানে স্ট্যান্ড গড়ে উঠায় প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে শহরের প্রধান সড়কে। শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে রেলওয়ের পরিত্যক্ত খালি জায়গায় একটি অস্থায়ী স্ট্যান্ড হওয়ার পরও দেখা যায় শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ সড়কের দাউদনগর বাজার মোড়ে সিএনজি ও টমটমের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে। এরই কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ সাধারণ মানুষের।
শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই দোকানের সামনে সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কারণে যানজটসহ ব্যবসায় ব্যাঘাত ঘটছে। এদিকে রেলওয়ে পার্কিং এলাকায় সিএনজি স্ট্যান্ড হওয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ট্রেনের যাত্রীদের স্টেশনে আসা-যাওয়া করতে অনেক অসুবিধা হচ্ছে। পৌর শহরের স্থায়ী কোনো জায়গায় স্ট্যান্ড না থাকার কারণে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। এলাকার মানুষের দাবি নির্দিষ্ট স্থানে ওইসব স্ট্যান্ড দিলে যানজট থেকে মুক্ত পাবে শহরবাসী।