শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

শিক্ষা কর্মকর্তা মোকছেদুলের বিরুদ্ধে মামলা

যাযাদি রিপোর্ট
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ০৮ জুলাই ২০২৪, ০১:২৭
শিক্ষা কর্মকর্তা মোকছেদুলের বিরুদ্ধে মামলা

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. মোকছেদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শফি উলস্নাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দুদকের এজাহার সূত্রে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৭২ হাজার ১৪২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য সম্বলিত বিবরণী কমিশনে দাখিল করেছেন মোকছেদুল ইসলাম। এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৫ লাখ ৪০ হাজার ৬৬০ টাকার সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া গেছে। যে কারণে তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে