শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ভুয়ার্ যাব পরিচয়ে ডাকাতির মূল হোতা মিতু গ্রেপ্তার

বিমানবন্দর/দক্ষিণখান প্রতিনিধি
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ০৮ জুলাই ২০২৪, ০১:২৬
ভুয়ার্ যাব পরিচয়ে ডাকাতির মূল হোতা মিতু গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে গত ৬ জুন কতিপয় ভুয়ার্ যাব পরিচয়ে কারখানার তিনজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ এবং জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে।

ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার অভিযান পরিচালনা করের্ যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ওর্ যাব-১ এর আভিযানিক দল এবার সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম প্রধান আসামি দুর্ধর্ষ নারী সদস্য মিতুকে গ্রেপ্তার করেছে।

র্

যাব সূত্রে জানা গেছে, এই মিতু উক্ত ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মো. রুবেল ইসলামের পূর্বপরিচিত। রুবেলের মাধ্যমেই এই মিতু ডাকাতির কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ে। কাস্টমার সেজে সে ব্যাংকের ভিতর নজর রাখত কারা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলছে এবং তুলনামূলকভাবে সহজ টার্গেট কারা। এভাবে যাচাই-বাছাই করে ব্যাংকের ভেতর থেকেই মিতু টার্গেট মার্ক করত এবং টার্গেট কনফার্ম করে দলের অন্য সদস্যদের ফোন করে বা মেসেজ করে জানাত। পরবর্তীতে টার্গেট ব্যাংক থেকে টাকাসহ বের হলে মিতু ওই টার্গেটকে ফলো করে বাইরে আসত এবং ইশারার মাধ্যমে বাইরে লুক আউটম্যানকে টার্গেট দেখিয়ে দিত। অত্যন্ত ধূর্ত এই মিতু টার্গেটের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনত এবং টার্গেটের রুট পস্ন্যান বোঝার চেষ্টা করত। মূলত মিতুর কাজ ছিল ডাকাতের দলের বাকি সদস্যদের কাছে টার্গেটকে মার্ক করে দেওয়া এবং টার্গেটের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা।

গ্রেপ্তারকৃত মিতু দীর্ঘদিন ধরে এ সংঘবদ্ধ ডাকাত দলের কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই ডাকাতির সঙ্গে এবং সংঘবদ্ধ ডাকাত দলটির সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে