বাউবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ০৮ জুলাই ২০২৪, ০১:২১
বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ১ জুলাই থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে একযোগে সর্বাত্মক কর্মবিরতি ও প্রতিদিন ১ ঘণ্টার (দুপুর ১২:০০টা থেকে দুপুর ১:০০টা) অবস্থান কর্মসূচি পালন করছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে বাউবির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ৭ জুলাই স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক কর্মবিরতি ও এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন বাউবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. ইকবাল হুসাইন, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. আনিস রহমান, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক মো. মশিউর রহমান, স্কুল অব বিজনেসের শিক্ষক কায়েস বিন রহমান ও কম্পিউটার অপারেটর দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি