বাঁধ পরিদর্শন
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে জেলা ও আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই উপজেলার বন্যাপরিস্থিতি পর্যবেক্ষণ এবং শিকারপুর, বলরামচক ও লালুয়া নামক স্থানের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করা হয়েছে। শনিবার বন্যাপরিস্থিতি ও বাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ মো. গোলাম মওলা। পরিদর্শনকালে তিনি দ্রম্নত সময়ের মধ্যে শিকারপুর, বলরামচক ও লালুয়া নামক স্থানের বাঁধ টেকসই সংস্কার ও মেরামতের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড নওগাঁ।
বরণ ও বিদায়
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সদ্যবিদায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জামান আব্দুন নাসের বাবুল, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথি।
নগদ অর্থ প্রদান
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা সাঘাটা উপজেলায় ইউএনএফপিই-এর সহায়তায় ২ হাজার ৪শ' নারীর মধ্যে ১৬ ধরনের উপকরণ সামগ্রী মর্যাদা সুরক্ষা কিট ও প্রত্যেককে নগদ ৯শ' টাকা করে প্রদান করা হয়েছে। জেলার সাঘাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ৪৫টি ইউনিয়নে ২০ হাজার পরিবারকে বন্যা পূর্বপ্রস্তুতি হিসেবে পরিবারপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ কোটি টাকা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রদান করা হয়েছে। শনিবার গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) তত্ত্ব্বাবধায়নে ত্রাণ ও নগদ অর্থ ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
লোগো উন্মোচন
ম স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্নার 'যাত্রিক নাট্যগোষ্ঠী' সংগঠনের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে আগামী এক বছরের কর্মপরিকল্পনা ও লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার কুমিলস্না প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রাচীন এ সংগঠনটির ঐতিহ্যগত বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন কুমিলস্না প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, যাত্রিক নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসেম আপ্পু, গিয়াস উদ্দিন আহমেদ, প্রণব কুমার সাহা, মিয়াজী বাবু, গোলাম হাসনাইন।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রসাশনের আয়োজনে ২০২৪ সালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১৫৮ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।
ত্রি-বার্ষিক সম্মেলন
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রম্নপের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহ মো. জিয়াউল হককে সভাপতি ও বিদু্যৎ কুমার নন্দীকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সদস্য প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর আজি আহমেদ সাদেক রেজা, এএফএম এনামুল হক মামুন, এসএম এমরান সোহেল, নয়ন কুমার দাস, মোহাম্মদ সাইফুল ইসলাম, লিয়া আফরোজ নদীসহ নেতারা।
মতবিনিময় সভা
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় শনিবার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। অন্যান্যের মধ্যে ছিলেন পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুলস্নাহ আল আলী।
স্মারক প্রদান
ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান করা হয়েছে। রোববার উপজেলার বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েমের সভাপতিত্বে ও দাতা সদস্য ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ ও দাতা সদস্য বেলায়েত হোসেন বেলাল।
আলোচনা সভা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও ডিডিএম'র আয়োজনে সাম্প্রতিক দুর্যোগে প্রস্ততির লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ-০৬ আসনের স্থানীয় সংসদ সদন্য অ্যাড. ওমর ফারুক সুমন। এসময় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. ফেরদৌসী ইয়াসমীন চৌধুরী।
ফুটবল প্রতিযোগিতা
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল প্রতিযোগিতার (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম। এসময় ছিলেন ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, সহকারী কমিশনার আমিনুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা পুলিশের আয়োজনে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ১৩০টি বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার শহরাবাড়ী, বানিয়াজান, শিমুলবাড়ী ও কৈয়াগাড়ী গ্রামের পানিবন্দি এসব পরিবারকে নৌযোগে খাদ্যসামগ্রী পৌঁছে দেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিন। এ সময় ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আব্দুল মতিন, এসআই মোস্তাফিজ আলম, এসআই অমিত বিশ্বাস, এসআই মোখলেছুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।
এমপিকে সংবর্ধনা
ম পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও বিশেষ অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাকিব অটো রাইসমিল সংলগ্নে অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার-উল আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রিকুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপস্নব কুমার নাথ, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন।
শ্রেষ্ঠ ওসি
ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন। এদিনে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন গুরুদাসপুর থানার এসআই মোশারফ হোসেন ও এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন গুরুদাসপুর থানার এএসআই মোতালেব হোসেন। শনিবার দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারস্বরূপ তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করেন নাটোর জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম (পিপিএম)।
এ সময় ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জগণ।
দায়িত্ব গ্রহণ
ম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেন। রোববার উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণের পর রফিকুল ইসলাম রফিক বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করার জন্য আমি প্রতিশ্রম্নতিবদ্ধ। আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা একসঙ্গে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারব। অনুষ্ঠান শেষে নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
প্রথম সভা
ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের নিয়ে নবগঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত। রোববার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর পরিচালনায় প্রথমেই কোরান তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী হাওলাদার, গীতা পাঠ করেন আগৈলঝাড়া পলস্নী বিদু্যৎ সমিতির ডিজিএম। সভায় প্রথমেই নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার ৫ ইউপি চেয়ারম্যান বৃন্দ। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক অজয় দাস গুপ্ত, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন।
শিক্ষাসামগ্রী বিতরণ
ম রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি সেনা রিজিয়নের অধীন ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মধ্যে শান্তি সম্প্র্রীতি উন্নয়ন এ লক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসির সার্বিক সহযোগিতায় হাজারমানিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়নের ( ভারপ্রাপ্ত) উপ-অধিনায়ক মেজর মুনতাসীম-এ-সোবহানি শিকদার।
বীজ প্রদান
ম বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় উচ্চফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার-বীজ সহায়তা দিচ্ছে সরকার। রোববার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। এ সময় ছিলেন- এমপির সহধর্মিনী রক্তিমা চক্রবর্ত্তী শেলী, উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ।
হুইল চেয়ার উপহার
ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে অসহায় শারীরিক প্রতিবন্ধী নুরি আক্তার (২৫) কে একটি হুইল চেয়ার উপহার দিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। নুরী আক্তার উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়করিমপুর গ্রামের মো. নজু মিয়ার মেয়ে। রোববার নুরি আক্তারের বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ারটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী। এ সময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম চৌধুরী, গণম্যাধ্যম কর্মী মো. জাকির হোসেন প্রমুখ।
বাজেট ঘোষণা
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার তারাবো পৌরসভা মিলনায়তনে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী ১৭৩ কোটি ১৫লক্ষ ২ হাজার ১০৫ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া।
দায়িত্ব গ্রহণ
ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) রোববার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এসময় ছিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী), ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার।
গো-খাদ্য বিতরণ
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় ২০২৪-২৫ অর্থ বছরে বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে জি.আর. চাল, শুকনা খাবার ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার চিরাম ইউনিয়নে বাহাদুরপুর গ্রামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম. সাব্বির হোসেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. রুহুল আমীন।