দোয়ারাবাজারে টাস্কফোর্সের অভিযানে চিনি ও সুপারি জব্দ

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় টাস্কফোর্সের অভিযানে ১৪৯৫ বস্তা চিনি ও ১১০ বস্তা সুপারি জব্দ করা হয়েছে। যার মূল্য ১ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সীমান্তের বাংলাবাজার, কলাউড়া ও আশপাশের গ্রামে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার সীমান্তের বাংলাবাজার, ভাওয়ালিপাড়া ও কলাউড়া গ্রামে টাস্কফোর্সের অভিযানকালে মানিক মিয়া, জহিরুল মিয়া, বুরহান মিয়া, রুহুল মিয়া, নজরুল মিয়ার বাড়ি ও বাংলাবাজারের পশ্চিম প্রান্তের ছালেক মিয়ার গুদাম ও কুশিউড়ার হান্নান মিয়ার বাড়ি থেকে এসব চিনি ও সুপারি জব্দ করা হয়। এ সময় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ও বিজিবি'র বাংলাবাজার বিওপির ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু জানিয়েছেন, ১১০ বস্তা সুপারি ও ১৪৯৫ বস্তা চিনি অভিযানকালে জব্দ করা হয়েছে। যার মূল্য ১ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা।