শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

'প্রচারণার লক্ষ্যে গাছ লাগিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেবেন'

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
'প্রচারণার লক্ষ্যে গাছ লাগিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেবেন'

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, 'যে যার বাড়িতে গাছ লাগাবেন এবং সে গাছটি লাগানোর পরে সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দেবেন। তাহলে সারাদেশে এটা প্রচার হয়ে সচেতনা তৈরি হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত 'গাছ লাগান পরিবেশ বাঁচান' এই স্স্নোগানটি বাস্তবে রূপান্তরিত হয়।

রোববার ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহান আরা আরজু, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসাইন খান, পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে