বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে উঠেছে পাটক্ষেত

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
গত ২ সপ্তাহ ধরে পাবনার আটঘরিয়ায় বৃষ্টিপাত হওয়ায় পাটগাছে সজিবতা ফিরেছে। তার আগে টানা খরায় আটঘরিয়ার প্রায় ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ হলেও বৃষ্টিপাতের অভাবে পাটগাছ ক্ষেতেই শুকিয়ে যাচ্ছিল। গত কয়েকদিন আগে থেকে কমবেশি বৃষ্টিপাত হওয়ায় কৃষকের মনে আশার আলো জেগেছে। জানা গেছে, এ বছর আটঘরিয়ার একটি পৌরসভা ও ৫ ইউনিয়নে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে কিন্তু শুরু থেকে খরা ও অনাবৃষ্টিতে পাটগাছ বাড়তে পারেনি। এতে হতাশা নেমে আসে পাটচাষিদের মাঝে। পাটচাষি মকবুল হোসেন জানান, গত ২ সপ্তাহ থেকে এই এলাকায় কমবেশি বৃষ্টিপাত হওয়ায় পাটগাছের চেহারায় সজিবতা ফিরেছে, এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। অপর পাটচাষি হাফিজুল জানান, সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় এবার পাট কাটার আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতে পাটের চেহারা ফিরেছে, আশা করা যায় কোনো ক্ষতি হবে না। পাটচাষি শাহজাহান জানান, এমন হলে মানুষ পাটের আবাদ ছেড়ে দেবে, এ বছর হতাশার মাঝে আশার আলো দেখা দিচ্ছে। তবে কৃষকের অভিমত, পাট চাষ, পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানো এসবের পেছনে যে খরচ হয় তাতে পাট চাষ লোকসান হয়।