শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত নাফিস শাহরিয়ার আকাশের ঘাতক চালক-হেলপারকে গ্রেপ্তার করে বিচার ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে সচেতন গাইবান্ধাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বন্ধু-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত আকাশের বাবা শামসুর হক, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, প্যানেল মেয়র আব্দুস সামাদ রোকন, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদল, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ রঞ্জু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি দেবাশীষ দাস দেবু, সাংবাদিক রিকতু প্রসাদ, শিরিন আক্তার, শাহরিয়াল এইচ বাপ্পী, রায়হান মিয়া, এনামুল হক বিজয়, অনুপ সাহা ও নিহত আকাশের বন্ধু আতিকুর রহমান শাওন, আজিজুল ইসলাম রাব্বী, মুনতাসিম হক রাফিন, শামসুর রহমান হৃদয়, কাজী মুহাতামিমমুল ইব্রাহিম উদ্যোগ, শাহ্‌ আবরার মাহির তরঙ্গ, ইয়াতিমুল ইসলাম নিলয় প্রমুখ।

মেয়র বলেন, 'প্রতিনিয়ত সড়কে অসংখ্য মানুষের মৃতুু্য মেনে নেওয়া যায় না। বেপরোয়া চালকদের একটু অসাবধানতায় ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। গত পনের দিনে গাইবান্ধায় সড়কে প্রাণ হারিয়েছেন অধ্যাপক আবদুল কাদির মিয়া, শাহরিয়ার নাফিস আকাশ এবং জোবায়ের রেজা জাহিদ। সড়ক দুর্ঘটনার নামে এসব হত্যাকান্ড এখনই বন্ধ করতে হবে।' তিনি আরও বলেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেমন যথাযথ ব্যবস্থা নিতে হবে, তেমনি পথচারী এবং যাত্রীদেরও ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মানববন্ধনে দাবি-দাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে