শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বাজিতপুরকে মাদকমুক্ত করতে সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন -আফজাল হোসেন এমপি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
বাজিতপুরকে মাদকমুক্ত করতে সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন -আফজাল হোসেন এমপি

বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন কে রোববার উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যানসহ হাজারো জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পরে রোববার দুপুরে উপজেলা হল মিলনায়তনে স্থানীয় এম.পি আলহাজ মো. আফজাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন বাজিতপুরকে মাদকমুক্ত করার জন্য সর্বসাধারণের সহযোগিতার প্রয়োজন। জনগণের সহযোগিতা ছাড়া যেমন বাজিতপুরকে মাদকমুক্ত করা যাবে না, তেমনি সমাজ থেকে বিভিন্ন অপরাধ দূর করতে হলে জনগণের উৎস ছাড়া কোনোভাবেই সম্ভব নয় বলেন তিনি। এদিকে মাসিক সমন্বয় সভায় বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, বাজিতপুর চেম্বার অব কর্মাসের সানোয়ার আলী শাহ সেলিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাসুদ মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান গুলনাহার ফারুক, কৈলাগ ইউপি চেয়ারম্যান কায়ছার এ হাবীব, গাজীরচর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জুয়েল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে