কয়েকটি চিকন পিলারের সঙ্গে বাঁশের খুঁটির ওপর পুরাতন টিনের ছাউনী, চারপাশে ছিদ্র টিনের বেড়া দিয়ে বানানো ঝুপড়ি ঘরের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মা ও স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করছেন লিভার ও কিডনি রোগী দিনমজুর আতিকুল ইসলাম। ফলে বৃষ্টির এ মৌসুমে রাতে পাতলা কাগজ মুড়ি দিয়ে পরিবার নিয়ে ঘুমাতে হয় জরাজীর্ণ ছাপড়ায়। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে তিনি। সরকারি জায়গায় বসবাস করা আতিকুলের স্ত্রী রোকসানা একজন মানসিক প্রতিবন্ধী। রোববার আতিকুলের নিজ বাড়িতে গেলে এসব কথা জানা যায়।
আতিকুল ইসলাম বলেন, 'বৃষ্টির রাতে ঘুমাতে পারি না। মেয়েটা কান্না করে বলে শরীর ভিজে গেছে। আমাদের কষ্ট দেখে কে। আমরা গরিব মানুষ। ভোট আসলে একবার খোঁজে আর খবর নাই'
তিনি আরও বলেন, 'চারদিকে শুনি সরকারি ঘর দেয়। আমি একটা ঘরের জন্য কত লোকের কাছে গিয়েছি। ইউএনও অফিসে গেলেও আমাকে ঘর দেয়নি।'
আতিকুলের মা আম্বিয়া খাতুন বলেন, 'স্বামী মারা গেছে ২০ বছর হয়েছে। ছেলেদের নিয়ে অনেক কষ্ট করি। চিন্তা শুধু এই বড় ছেলের জন্য। সারা বছর অসুস্থ থাকে সে। তার নেই থাকার ঘর। আমার আতিকুলের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিন।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা বলেন, 'আমি যোগদানের পর আতিকুলের পরিবার আবেদন করেনি। খোঁজ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারটির পাশে দাঁড়ানো হবে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে সামনের বরাদ্দে ঢেউটিনের ব্যবস্থা করা হবে।'