শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

টানা বৃষ্টিতে সাতকানিয়ায় সবজির বাজারে আগুন

তলিয়ে গেছে সাঙ্গু তীরের সবজি ক্ষেত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
টানা বৃষ্টিতে সাতকানিয়ায় সবজির বাজারে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বেড়েই চলেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এ ছাড়াও টমেটোর দাম কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা ও ঝিঙা কেজিতে বেড়েছে ২০ টাকার বেশি। এমনকি আলুর দামও বেড়েছে ১০ টাকা। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায় এবং শসা ১০০ টাকায়।

অব্যাহতভাবে সবজির দাম বাড়তে থাকায় বেকায়দায় পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন। তারা বলছেন, টানা বৃষ্টিতে একদিকে আয়রোজগার কমে গেছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে তারা এখন বেকায়দায় রয়েছেন।

উপজেলার কেরানীহাট কাঁচা বাজারে সবজি কিনতে আসা কেঁওচিয়া এলাকার হাসান বলেন, যেভাবে সবজির দাম বাড়ছে আমাদের মতো গরিব মানুষের জীবনযাপন দিনদিন কঠিন হয়ে যাচ্ছে। দু'দিন আগেও যে সবজি ৫০ টাকায় নিয়েছি সেটি আজ নিতে হচ্ছে ৭০ টাকায়। বাজারে গুটিকয়েক সবজি ছাড়া বাকি একটা সবজিও ৬০-৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

সাতকানিয়া উপজেলার প্রাচীন ও বৃহত্তম সবজির পাইকারি ও খুচরা বাজার বাজালিয়া বোমাংহাটে গিয়ে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় বাজারে সবজির সরবরাহ খুবই কম। ক্রেতার চাহিদা থাকলেও টানা বর্ষণে কৃষকরা সবজি নিয়ে বাজারে আসেননি। বৃষ্টির মধ্যে ছাতা এবং মাথার উপরে পস্নাস্টিকের কাগজ টাঙিয়ে বেচাকেনা চালিয়ে যাচ্ছেন অনেক বিক্রেতা।

এ বাজারে পাইকারি দরে সবজি কিনতে আসা এক সবজি বিক্রেতা বলেন, 'গত দুতিন দিন আগে ৩০ হাজার টাকার সবজি নিয়েছি। আজ একই পরিমাণ সবজি নিতে হচ্ছে ৩৬ হাজার টাকায়। যে সবজি ৫০ টাকায় নিয়েছি, সেটি আজ নিতে হচ্ছে ৬৫ টাকায়। আমরা বেশি দামে বাজার থেকে কিনে নিচ্ছি, বিক্রিও করতে হবে বেশি দামে। কিছু করার নেই।'

দস্তিদার হাট বাজারের ব্যবসায়ীরা জানান, পুরো উপজেলার বাজারে যেসব সবজি ওঠে, তার বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত হয়। কিন্তু টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর চরে গড়ে ওঠা সবজি ক্ষেত ও নিচু জমির প্রায় সবজির খেত নষ্ট হয়ে গেছে। চাহিদার তুলনায় বাজারে সরবরাহ খুবই কম। এ ছাড়াও কিছু কিছু সবজি আসছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। এসব সবজি বিভিন্ন জেলা থেকে আনতে পরিবহণ খরচ বেড়েছে। তাই অন্য সময়ের তুলনায় এখন সবজির দাম একটু বেশি। টানা বর্ষণ চলতে থাকলে সবজির দাম আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে