নাজিরপুরে আট এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
চলমান এইচএসসি পরীক্ষায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন ও সঙ্গে থাকা বইয়ের পৃষ্ঠা পাওয়ায় নাজিরপুর কলেজের বিএমটি শাখার (৩৭০২৩) কেন্দ্র থেকে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার ইংরেজি ২য় পত্র পরীক্ষার দিন তাদের বহিষ্কার করেন কক্ষ পরিদর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ। এসময়ে নাজিরপুর উপজেলা প্রশাসন পরিদর্শনকালে বহিষ্কৃৃত পরীক্ষার্থীদের কাছে স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন ও সঙ্গে থাকা বইয়ের পৃষ্ঠা পাওয়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করে তাদের সবাইকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা সবাই নাজিরপুর কলেজের বিএমটি শাখার শিক্ষার্থী। বহিষ্কৃৃত শিক্ষার্থীরা হলো সজীব মন্ডল, অমিত মন্ডল, প্রশান্ত মিস্ত্রী, দ্বীপ গাইন, রনজিত বেপারী, সৌরব বেপারী, অনিমেষ মজুমদার, ইয়ামিন শেখ। এসময় কক্ষ পরিদর্শক বৈঠাকাটা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. কামরুল হাসান, একটি কক্ষ থেকে ৫ জনকে বহিষ্কার করেন। এবং অপর একটি কক্ষ থেকে কক্ষ পরিদর্শক শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক সঞ্জীব সমদ্দার ৩ জনকে বহিষ্কার করেন।