কুলাউড়া পৌর এলাকায় বন্যায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় চলমান বন্যা পরিস্থিতিতে কুলাউড়া পৌরসভায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দুপুরে পৌরসভার হলরুমে সংবাদ সম্মেলন করে এমনটি জানিয়েছেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এ সময় মেয়র বলেন, গত ১৭ জুন থেকে কুলাউড়া পৌরসভার বৃহৎ অংশ বন্যার পানিতে নিমজ্জিত হয়ে এখন পর্যন্ত একই অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজে দুটি এবং পরবর্তীতে সি-বার্ড কেজি স্কুল ও বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়। এতে ১১৯টি পরিবারের ৪০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়াও পৌর এলাকার আরও ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। একটানা ২১ দিন থেকে মানুষ মানবেতর জীবনযাপন করছে। মেয়র বলেন, বন্যায় পৌরসভার ৯টি ওয়ার্ডের অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং গো-বাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। ইতোমধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে মানুষ পানিবন্দি থাকার পরও বর্তমান পরিস্থিতিতে অনুমান করা যাচ্ছে, এটি আরও দীর্ঘায়িত হবে। এ ছাড়াও পৌর এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণেরও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে পৌর সচিবসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।