শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সীতাকুন্ডে কিউআর কোডযুক্ত অনলাইন সনদ চালু

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
সীতাকুন্ডে কিউআর কোডযুক্ত অনলাইন সনদ চালু

চট্টগ্রাম সীতাকুন্ডে প্রথমবারের মতো অনলাইন ভিত্তিক কিউআর কোডযুক্ত সনদ ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এসএম আল মামুন।

উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন ও সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

জানা গেছে, ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদসহ অন্যান্য সনদ যেন কেউ জাল করতে না পারে এবং সেবা প্রার্থীরা যেন হয়রানি শিকার না হন সে লক্ষ্যে কিউআর কোডযুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে সেবা প্রার্থীগণ ওয়েবসাইট থেকে কিউআর কোডযুক্ত সনদের জন্য আবেদন করতে পারবে। সনদে ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে সনদটি জাল কিনা তা যাচাই করা যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম, সীতাকুন্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে