বদলগাছীতে বিদ্যালয়ের মাঠে সাপ্তাহিক হাট
প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ৪টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে দীর্ঘদিন যাবৎ হাট বসায় চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা।
কয়েকজন সাবেক শিক্ষকের সঙ্গে কথা বললে তারা জানান, 'আমাদের চাকরির সময় দেখেছি প্রতিটি স্কুলের মাঠ থাকত সবুজ ঘাসে ভরা। স্বাভাবিক স্বাচ্ছন্দ্য পরিবেশে ছেলেমেয়েরা মুক্তভাবে খেলাধুলা করত। এখন তা বিলুপ্ত হয়ে হাট-বাজারে পরিণত হয়েছে, নেই কোনো খেলার মাঠ।
বদলগাছী উপজেলা সদরে অবস্থিত সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে দীর্ঘদিন ধরে হাট বসায় ছেলে শিক্ষার্থী থেকে বেশি সমস্যায় পড়ে মেয়ে শিক্ষার্থীরা। ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়, গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয় ও কোলাহাট উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘদিন ধরে হাট-বাজার বসে।
প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য তার প্রতিষ্ঠান পরিবেশপূর্ণ ও পরিষ্কার রাখার কিন্তু রহস্যজনকভাবে স্বাভাবিক স্বাচ্ছন্দ্য পরিবেশ বজায় রাখতে পারছেন না। ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের পরিবেশ এত খারাপ যার কারণে হাটেরদিন অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন স্কুল মাঠে কাদা পানি সমস্যা, অন্যদিকে হাটবারের দিন ক্রেতা-বিক্রেতার চাপে শিক্ষার্থীরা পড়ছে চরম বিপাকে।
এ বিষয়ে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন বলেন, 'হাট-বাজার বসানোর সুবাদে আমরা হাট থেকে কোনো টাকা পাই না। উপজেলা সদরে অবস্থিত সরকারি মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর হোসেন বলেন, 'এ বিষয়ে মানববন্ধনসহ ওপরমহলে বহু দেন-দরবার করেও কোনো সুরাহা পাওয়া যায়নি। স্কুলের নিজস্ব সম্পদ, ছেলেদের লেখাপড়ার পরিবেশ নষ্ট করার অধিকার কারও করা উচিত নয়।'
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, 'আমি এখানে আসার পড় থেকে দেখছি কয়েকটি স্কুলে এই অবস্থা। হাট বসানোর কারণে শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলার কঠিন সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি ডিও স্যারকে বলা হয়েছে।' এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।