বরিশাল নগরীতে একইসঙ্গে চলছে ১৬৫টি রাস্তা ও ৫৫ কিলোমিটার ড্রেন নির্মাণকাজ। সড়ক ও ড্রেন নির্মাণকাজ বাস্তবায়ন করেছেন বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাত। নগরজুরে যেন চলছে সড়ক নির্মাণ ও পুনর্নির্মাণের কর্মযজ্ঞ।
সিটি করপোরেশনের তথ্য মতে, দীর্ঘ প্রায় ১১ বছর পর বরিশাল মহানগরীতে একসঙ্গে চলছে ১৬১টি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার ও মেরামতের কাজ। মোট ৩২২ কোটি টাকার দুটি প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে এসব রাস্তা। ইতোমধ্যে সমাপ্ত করা হয়েছে ৫০ কোটি টাকা ব্যয়ে অন্য একটি প্রকল্পের ৪টি রাস্তা ও ১৪ কিলোমিটার ড্রেনের কাজ। আগামী মাস নাগাদ শেষ হবে আরও ২০টি রাস্তার কাজ। ডিসেম্বর নাগাদ বদলে যাবে এই নগরীর রাস্তার পুরো চালচিত্র।
বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাত দায়িত্ব গ্রহণের সময়টাতে নগরীর রাস্তাসহ সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বরাদ্দ পান। সেই প্রকল্পের বরাদ্দ থেকে সম্প্রতি ২৬৭ কোটি টাকা ছাড় করার পর পরই নগরীতে শুরু হয়েছে এই উন্নয়ন।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাসার জানান, 'দীর্ঘদিন পর্যন্ত বিসিসি'র কোনো প্রকল্প ছিল না। বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর প্রকল্পের শেষ নেই। আসলে আমাদের মহানগরীতে এখন উন্নয়ন কাজের মহাযজ্ঞ শুরু হয়ে গেছে।'
তিনি আরও বলেন, 'আমরা ২৬৭ কোটি টাকা ব্যয়ে ১৮টি প্যাকেজের মাধ্যমে ১৬১টি রাস্তার কাজ শুরু করেছি। কাজ দ্রম্নত শেষ করে নতুন বরিশাল উপহার দেব আমরা। মানুষ আগামী ৬ মাসের মধ্যে পরিবর্তন দেখতে পাবে।'
সড়ক নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার রাকিব হাওলাদার বলেন, 'আমরা রাস্তা নির্মাণ করছি ৫ বছরের গ্যারান্টি দিয়ে। ৫ বছরের মধ্যে রাস্তার কোনো ক্ষতি হলে আমরাই নির্মাণ করে দেব। আগামী ২ মাসের মধ্যে ২০টি এবং ৬ মাসের মধ্যে সবক'টি রাস্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।'