ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার বিরোধে নারীকে হত্যা, গ্রেপ্তার ৩

অস্ত্র ও মাদককারবারিসহ চার জেলায় গ্রেপ্তার ৪

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অস্ত্র ও মাদক কারবারিসহ চার জেলায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাবেয়া ইসলাম রাবু (৩৩) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন ও শুক্রবার সকালে ঢাকার ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কাশিরামপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সামসুল ইসলাম প্রকাশ মিন্টু (৪৮), একই ইউনিয়নের রঘুরামপুর দক্ষিণপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে আবদুল আলীম (৪২) ও একই গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে মো. কুডু মিয়া (৩৮)। শনিবার বিকালে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিহত রাবেয়া ইসলাম রাবু জেলার নবীনগর উপজেলার রসুলস্নাবাদ গ্রামের মৃত আলী আজম সরকারের মেয়ে। মাদক ব্যবসার জেরে তাকে হত্যা করা হয়। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোনাহর আলী জানান, গত ২ জুলাই কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কাশিরামপুর গ্রামের পাহাড়ের ঢালে বাঁশঝাড়ের ভিতর থেকে মাথাবিহীন অবস্থায় অর্ধগলিত এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির হাত ও পায়ের তালুতে চামড়া না থাকায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। দৈহিক গড়ন পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হয়, এই নারীকে ৫-৭ দিন আগে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থল তলস্নাশি করে কিছু আলামত পাওয়া যায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়। তার পরিবারের লোকজনকে সংবাদ দিলে তারা এসে লাশ শনাক্ত। এই ঘটনায় রাবুর ভাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শুরু করে পুলিশ। তিনি জানান, পুলিশ তদন্তে বায়েকের চিহ্নিত মাদক ব্যবসায়ী সামসুল ইসলাম প্রকাশ মিন্টুকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কসবা থেকে আবদুল আলীম ও কুডু মিয়াকে গ্রেপ্তার করা হয়। বরিশাল অফিস জানিয়েছে, বিদেশি বন্ধু 'এলিজাবেদ এরিসের' পাঠানো ডলার ভর্তি লাগেজ আনতে গিয়ে ৭৮ লাখ টাকা খুইয়েছেন বরিশাল নগরীর এক বাসিন্দা। তার দায়েরকৃত মামলায় এই চক্রের এক প্রতারককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার মো. সোহাগ শেখ (২৪) শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মো. জব্বার শেখের ছেলে। আটককৃতের কাছ থেকে ৩৫টি ব্যাংকের ৮৬টি ডিজিটাল এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের ১৫১টি চেকের পাতা, একটি অ্যানড্রয়েডসহ চারটি মোবাইল সেট ও ৮টি সিম উদ্ধার করা হয়েছে। রোববার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা। তিনি বলেন, এ চক্রের বাকি সদস্যের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। আর গ্রেপ্তার সোহাগ শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তরে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ১ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার বেলতলী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রমজান বেলতলী এলাকার বারেক সওদাগরের ছেলে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে ৬৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব-১০। গ্রেপ্তারকৃত রাব্বি শেখ (২৯) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানাধীন চাষীড়ী গ্রামের ইসমাইল শেখের ছেলে। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেনর্ যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় হেফজ বিভাগে অধ্যয়নরত এক মাদ্রাসা ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার মাদার্শা ইউনিয়নের তেলীপাড়া ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের পিতা লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রোববার অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আব্দুলস্নাহ (২২) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।