রোগীদের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে :স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন -যাযাদি
'খবর না দিয়েই হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স পরিদর্শনে এসেছি। রোগীদের সঙ্গে কথা বলেছি, কোনো অভিযোগ পাইনি। তবে কোনো অনিয়ম নিয়ে রোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।' শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং প্রদানকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ কথা বলেন। অধিকাংশ সময় ঢাকায় থাকতে হয় জানিয়ে তিনি আরও বলেন, 'তবে ফাঁক পেলেই দেশের বিভিন্ন উপজেলায় হাসপাতালগুলো পরিদর্শনে যাব। উপজেলা হাসপাতালে চিকিৎসার মান যথাযথ হলে মানুষ আর ঢাকায় ভিড় করবে না।' হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এক রুমে ছয়জন চিকিৎসক বসতে দেখে দুঃখ প্রকাশ করে বলেন, 'এখানে যা মনে হয়েছে পর্যাপ্ত রোগী চিকিৎসা পাচ্ছেন কিন্তু চিকিৎসকদের পর্যাপ্ত রুম নেই। এভাবে হলে চিকিৎসা কিভাবে করবে। তাদের এবং রোগীদের সুবিধার জন্য ৫০ শয্যা থেকে ১০০ শয্যা উন্নয়নে চেষ্টা করা হবে। একই সঙ্গে গত মাসে ১০১টা নরমাল ডেলিভারি প্রদান করায় চিকিৎসকদের ওপর সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রেস ব্রিফিংয়ের আগে জরুরি বিভাগ, এনসিডি কর্নার, কমিউনিটি ভিশন সেন্টার, বিভিন্ন কনসালট্যান্টের রোগীদের সেবা প্রদানের দপ্তর পরিদর্শন, ডেলিভারির লেভার কক্ষ পরিদর্শন করেন। কথা বলেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সঙ্গে। পরে স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে স্বাস্থ্য কমপেস্নক্সে কর্মরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, সহকারী পরিচালক (সমন্বয়) ডা. শেখ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহম্মদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রামের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন জীবন, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দ.) নিয়াজ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।