আইইউবিএটি নতুন শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স
প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ফল ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। শনিবার প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
আইইউবিএটিতে প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্সটি আগত নবীন শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে ব্যবধান কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। এক মাসের কোর্সের লক্ষ্য হলো ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, 'উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা কম থাকে। বিশ্ববিদ্যালয়ের চাহিদা আর বাস্তবতায় থাকে বিস্তর ফারাক। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করে গড়ে তুলবো বলেই প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করেছি।'
উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো. ফরহাদ হোসেন। ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমতাজুর রহমান এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বিজয় লাল বসু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি