শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

আর্থিক সহায়তা

\হঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। শুক্রবার উপজেলার দিঘীরপাড় নদি ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়জনকে নগদ অর্থ প্রদান করেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান আমিনূল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান রুকনসহ দলীয় নেতাকর্মীরা।

ফুটবল টুর্নামেন্ট

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালিকা দুই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচ দুটি বৃহস্পতিবার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন।

খেলা অনুষ্ঠিত

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় ১ম বারের মতো আয়োজিত মহিউদ্দিন মেম্বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আছারতলী ছোটহাতিয়া মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক ভূট্টো, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও ফরিদুল ইসলাম প্রমুখ।

ত্রাণ বিতরণ

\হবিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে সিলেটস্থ বিশ্বম্ভরপুর সমিতির আয়োজনে ২০০ জন বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

\হশুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ গণমিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার, জাতীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জিআর'র চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেটস্থ বিশ্বম্ভরপুর সমিতির সভাপতি ওসি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, সিনিয়র সাংবাদিক নেছার আহমদ নেছার, সদস্য রাজীব তালুকদার, আহমদ আলী।

ছাতা বিতরণ

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নরসিংদী ইউনিটের আয়োজনে তাপপ্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার মাধবদী এসপি স্কুলের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নরসিংদী ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডেলিগেট ও নির্বাহী সদস্য মো. জাকির হোসেন ভূইয়া, নির্বাহী সদস্য তোফায়েল হোসেন, মাধবদী পৌরসভার কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, মাধবদী এসপি স্কুলের শিক্ষক সজল চন্দ্র সরকার, মাধবদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেন আলী।

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

\হগোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪, বালক (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে শুক্রবার ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ'র সভাপতিত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদ হোসাইন, সামন্তসার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রব সরদার, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, আলাওলপুরের ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনী বেপারী।

ফাইনাল খেলা অনুষ্ঠিত

\হবোদা (পঞ্চগড়) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বোদা পৌরসভা। শুক্রবার বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১নং ঝলই শালশিরি ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে বোদা পৌরসভা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের মধ্যে ট্রফি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করেন।

ক্লাব পরিদর্শন

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন। এ সময় ছিলেন উপজেলা যুব-উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব, সঙ্গীত শিক্ষক মোছা. রেশমা, জেন্ডার প্রমোটর জুয়েল শেখ প্রমুখ।

বর্ধিত সভা

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি'র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিলস্নাহ্‌। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী।

সম্মেলন অনুষ্ঠিত

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই অটল ৫৬ ই বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল নুর উলস্নাহ জুয়েল পিএসসির দিকনির্দেশনায় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে রাজস্থলী ক্যাম্প প্রাঙ্গণে হেডম্যান কার্বারী সম্মেলন হয়েছে। শনিবার রাজস্থলী ক্যাম্প কমান্ডার প্রধান অতিথি ছিলেন। সম্মেলনে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ও বিভিন্ন মৌজা থেকে আগত হেডম্যান কার্বারী।

শ্রেষ্ঠ শিক্ষক

\হভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা পাঠচক্রের আয়োজনে শনিবার উপজেলা শিল্পকলা একাডেমিতে ভেড়ামারা সরকারি কলেজের দুজন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীমকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ও ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলকে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হওয়ার ভেড়ামারা পাঠচক্রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন মুহ. আনোয়ার- উল-আজিম ও বিনোদ কুমার বিশ্বাস। ভেড়ামারা পাঠচক্রের সভাপতি ও শিক্ষাবিদ মুহ. আনোয়ার-উল-আজিমের উদ্যোগে ভেড়ামারা পাঠচক্রের যাত্রা শুরু হয়।

চিকিৎসাসেবা

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম।

পরিচিতি সভা

ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার নতুন কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সদরের আরাফাত পার্টি সেন্টারে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান পাটওয়ারী, মজিবুর রহমান দুলাল।

\হ

ত্রাণসামগ্রী বিতরণ

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ধরলা ও তিস্তায় ভাঙন ও বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ধরলা নদীর পানিতে বন্যার্ত ১শ' পরিবারের মধ্যে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু। অপরদিকে তিস্তা নদীর ভাঙন ও বন্যার্ত পঞ্চাশটি পরিবারের মধ্যে দশ কেজি (জিআর) চাল বিতরণ করেন ঘড়িয়াল ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক। বিতরণকালে ছিলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম, সদস্য শেফালী বেগম, ছিনাই ইউনিয়ন পরিষদ সদস্য খালিদ প্রমুখ।

মতবিনিময় সভা

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইল জেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয় ও সমস্যাগুলো চিহ্নিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেখ হাসিনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বরেণ্য অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামছুন নাহার চাপা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ আবদুল লতিফ সিদ্দিকী এমপি, জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি।

বৃক্ষ রোপণ কর্মসূচি

ম শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার উপজেলার নগর এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব। উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা কৃষকলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেনের পরিচালনায় কর্মসূচিতে ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি শ্রী বরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক মোছা. মিতু মনি, কৃষক লীগের সভাপতি মো. জহুরুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা. রাবেয়া সুলতানা সেতু প্রমুখ।

মোটর সাইকেল চুরি

ম পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা চৌগাছা গ্রাম থেকে অভিনব কায়দায় মোটর সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আলিম থানায় অভিযোগ দিয়েছে। পাশাপাশি শুক্রবার রাতে থানা এলাকার যুগিপুকুর গ্রামের ডাবলু মোড়লের ছেলে রানা মোড়লের একটি এফ জেড বাইক বাড়ির গেটের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় চোরচক্র। শুক্রবার সকালে আব্দুল আলিম ২ জনের নাম উলেস্নখ করে থানায় অভিযোগ করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাছের চারা বিতরণ

ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে বৃক্ষমেলার উদ্বোধন এবং গাছের চারা বিতরণ করলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। শনিবার পৌর চত্বরে এই বৃক্ষমেলার উদ্বোধন করেন। এর আগে সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা ছাগলনাইয়ায় উপজেলায় বৃক্ষমেলার উদ্বোধন করেন এবং গাছের চারা বিতরণ করেছেন। এ সময় ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসাইন খান।

নগদ অর্থ বিতরণ

ম জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রায় ২০ দিন ধরে পানিবন্দি অবস্থায় হাজার হাজার মানুষ। প্রথম দফা বন্যার পানি কমতে না কমতেই দ্বিতীয় দফায় ফের পানিবন্দি হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে বানবাসী পরিবার। এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের শাপলা ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী সমাজসেবক হাজী ফারুক আহমেদ সহযোগিতার হাত বাড়িয়ে বন্যার্ত দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও শনিবার পাইলগাঁও ইউনিয়নের ৪নং গোতগাঁও গ্রামে অর্থ বিতরণের সময় ছিলেন সাংবাদিক শাহ এস এম ফরিদ, জিতু মিয়া, শ্রমিকলীগ নেতা শফি উদ্দিন শাহরিয়ার ও জুয়েল আহমেদ।

ত্রাণ বিতরণ

ম সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দবাইশা ইউনিয়নের ঘুঘুমারি, রৌহদহ ও কামালপুর ইউনিয়নের তালতলায় নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বগুড়া জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম, পিপিএম এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মো. মোতাহার হোসেন, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে