কচুয়ায় সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ
প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বর্ধন বাড়ির ভুক্তভোগী স্বপন বর্ধন জানান, 'আমার কড়ইয়া মৌজার ৮৫ নম্বর খতিয়ানের ৮৮৫ দাগে ১০.৫ শতাংশ ও সাবেক ৪৯০, ৪৯২ ও ৪৯৩ দাগে ১০.২৫ শতাংশ সম্পত্তি পার্শ্ববর্তী বাড়ির আব্দুল খালেক ও আব্দুল মালেক গং কোনো প্রকার দলিল ছাড়াই বিএস রেকর্ড করে নেয়। সঠিকভাবে সম্পত্তির নামজারি ও জমা-খারিজ করার জন্য আমি বাদী হয়ে মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল কাইয়ুম, মৃত মালেকের ছেলে জুয়েলসহ ১৩ জনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা করেছি। মামলাটি আদালতে চলমান।'
তিনি আরও জানান, শনিবার আব্দুল মালেক ও আব্দুল খালেকের ওয়ারিশ জুয়েল হোসেন, ইয়াহিয়া দলবল নিয়ে আমাদের সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এমতাবস্থায় আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার আশা করছি।'
অভিযুক্ত জুয়েল হোসেন জানান, 'স্বপন বর্ধনের মা মায়া রানী বর্ধন আমাদের থেকে ১৮ শতক সম্পত্তি বিক্রি করেছে। তবে সম্পত্তির সাফকবলা রেজিস্ট্রি হয়নি।'