ময়মনসিংহের ভালুকায় বিদু্যৎ ব্যবস্থা সচল রেখে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্ট কর্মবিরতির পঞ্চম দিন চলছে। শনিবার ময়মনসিংহ পলস্নী বিদু্যৎ সমিতি-২-এর কার্যালয় চত্বরে সব কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগদান না দিয়ে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন স্স্নোগানে কর্মবিরতি পালন করছে।
পলস্নী বিদু্যতায়ন বোর্ড কর্তৃক পলস্নী বিদু্যৎ সমিতিসমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগতমানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে ও স্মার্ট-টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে তাদের এ কর্মবিরতি।
সমাবেশে বক্তব্য রাখেন সদরদপ্তরসহ বিভিন্ন জোনাল অফিসের এজিএম, ডিজিএমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীরা।
সারাদেশের ৮০টি পলস্নী বিদু্যৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী একযোগে এ দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করছেন বলে জানান তারা।