সিলেটে বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০

সিলেট অফিস
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার্ত মানুষের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সংগঠন বাংলাদেশ পলস্নী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান এই আয়োজন করেন। এতে প্রায় ৩ শতাধিক মানুষ ফ্রি স্বাস্থ্যসেবা নেয়। এ সময় বিনামূল্যে জরুরি ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, 'জনস্বাস্থ্য নিরাপত্তায় প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। বন্যার্ত মানুষের পাশাপাশি মানুষের জীবন মান ও জীবিকা নির্বাহে একযোগে সবাইকে এগিয়ে আসতে হবে।' বাংলাদেশ পলস্নী ফোরামের ভাইস চেয়ারম্যান আহসান মাহমুদের সভাপতিত্বে ও সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলামের মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, কবি ও উপাধ্যক্ষ পিয়ার মাহমুদ প্রমুখ।